গোপালগঞ্জ প্রতিনিধি,
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইতোমধ্যে মাদক মামলায় সংসদ সদস্য হাজ¦ী সেলিমের পুত্র ইরফান সেলিমকে সাজা প্রদান করা হয়েছে। নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্র, মাদক ও ইলেকট্রিক ডিভাইজসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র্যাব ডিজি আরো বলেন, এ সব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইন অনুযায়ী বিচার হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় র্যাব সদর দপ্তরের এডিজি (এডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, ব্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।