কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বটতলী বাজারের এক ফার্মেসীতে চেম্বার করেন মধ্য বয়সী নুর আলম। ডাক্তার পদবী ব্যবহার করে রোগী দেখেন নিজ দোকান আলম ফার্মেসীতে।
প্রেসক্রিপ্শন, ভিজিটিং কার্ড, দোকানের সাইনবোর্ডে লিখেছেন মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবেও।
আইন অনুযায়ী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সনদ ছাড়া ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ হলেও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তার প্যাড, সিল ও কার্ডে ডাক্তার পদবি ব্যবহারের প্রমান পাওয়ায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করেন।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ হেলালী এঅভিযান চালান।
জনকল্যাণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।