হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় আর এ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেলে ধনাকুশা হাই স্কুল মাঠে অব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আর এ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক উদ্ধোধন করেন ২নং নকলা ইউনিয়নের চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাবল অপরেটর এসোসিয়েশন (কোয়াব) এর শেরপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুর ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক আকন্দ।
এসময় ২নং নকলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল করিম,নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ,ইউপি মেম্বার তাফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আউয়ুব আলী ও রুবেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নকলা উপজেলা ছাত্রলীগের সদস্য নাদিম মাহমুদ । সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।