সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে কওমী মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা।
আজ বেলা ১১টায় থেকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের ৪টি জেলার কওমী শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন, কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের দুইশ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে জরুরীভাবে তলব করে এ জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহবান এবং প্রয়োজনে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধুরা।