জাহাঙ্গীর আলম
স্বামীর বিরুদ্ধে থানায় নির্যাতনের মামলা করায় স্ত্রীর দাম্পত্য ছবি এডিট করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে স্বামী ও তার সহযোগিরা। গত ২৮ অক্টোবর রাতে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করা নাজেহাদ ফারজানা (২৭) নামে এ গৃহবধু ঘটনাস্থল রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি নথিভূক্ত করান। অভিযুক্তরা হলেন- নাজেহাদ ফারজানার স্বামী রাঙ্গুনিয়ার সফরভাটা এলাকার মাওলানা গ্রামের মায়া বর বাড়ির আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ জালাল উদ্দিন, একই গ্রামের লম্বা মাথার বাড়ির আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ সাহেদ, সরফভাটার হাজারি খিলের শাহাজাহান সিকদারের পুত্র মোহাম্মদ মুসলিম।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, যৌতুকের দাবিতে স্বামী পরিবারের লোকজন গৃহবধু নাজেহাদ ফারজানা ও তাঁর ৮ বছরের শিশুকে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় সম্প্রতি রাঙ্গুনিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১ (৩০) ধারায় স্বামী জালাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদি নাজেহাদ ফারজানা জানান, মামলা করার পর থেকেই তাঁর স্বামী মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
মামলা তুলে না নেয়ায় তাঁর স্বামী জালাল উদ্দিন ও সাহেদ ইভেন এবং মোহাম্মদ মুসলিম নামের ফেইসবুক একাউন্ট থেকে ফারজানার দাম্পত্য জীবনে তোলা ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তাদের সহযোগিরা বাজে মন্তব্য করেন। তিনি জানান, বিষয়গুলো উল্লেখ করে গত ২৮ অক্টোবর রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করি।
অভিযোগ নম্বর-১৩৪৩। এদিকে মামলায় অভিযুক্ত সাহেদ ও মুসলিম প্রকাশ্যে এলাকায় ঘুরছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না বলে অভিযোগ করেছে ফারজানার পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আসামিরা আত্মগোপনে রয়েছেন। গ্রেফতারের চেস্টা চলছে।