মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার (১৫ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চিওড়া-সুজাতপুর এলাকায় অবস্থিত লাকি হোটেলে খাদ্যে ভেজাল ও মানহীন খাবার পরিবেশনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, রাজশাহী থেকে চট্টগ্রামে পিকনিকে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চিওড়া-সুজাতপুর এলাকায় অবস্থিত লাকি হোটেলে বিরতিকালীন সময়ে খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা বোধ করার পরিপ্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। শিক্ষার্থীদের সে অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় আজ বিকালে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কার হয়।
এসময় অভিযুক্ত লাকি হোটেলকে ১০ হাজার টাকা জরিমান করা হয় এবং ভবিষ্যতের জন্য হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।