1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নুতন পিএসও হলেন লে: জেনারেল ওয়াকার ; ন্যাশনাল ডিফেন্স কলেজের নুতন কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর !

নুতন পিএসও হলেন লে: জেনারেল ওয়াকার ; ন্যাশনাল ডিফেন্স কলেজের নুতন কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদ

আজাহার আলী সরকার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ১৮২ বার

সেনা সদর দফতরে সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে গতকাল মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) নিয়োগ করা হয়েছে । তিনি বিএমএর ত্রয়োদশ লং কোর্সের একজন মেধাবী দক্ষ ও চৌকস কর্মকর্তা ।

লে: জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের উত্তরসূরি হচ্ছেন।

মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে, সেদিন থেকেই নতুন পিএসওর নিয়োগ কার্যকর হবে।

এছাড়া সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হককে গতকাল ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলী করা হয়েছে । আগামী ৩০ নভেম্বর তাঁর সরকারীর চাকরি শেষ দিন।

এরআগে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টে হিসেবে ছিলেন লে: জেনারেল শেখ মামুন খালেদ। তিনি গত ৩০ অক্টোবর অবসরে গেছেন । এই মুহুর্তে তিনি বিদেশে রয়েছেন ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তার আগে তিনি নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন।

সেনাবাহিনীতে দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সেনা কর্মকর্তা।

মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করার পর লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকার-উজ-জামান।ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামান দুই মেয়ের বাবা।

মরহুম সাবেক সেনা প্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের জামাই লে: জেনারেল ওয়াকার । সেনাপতি হওয়ার আগে পিএসও হিসেবে নিযুক্ত ছিলেন জেনারেল মোস্তাফিজ। সেই সময় তিনি মেজর জেনারেল ছিলেন । সেনাপতি হিসেবে দায়িতব গ্রহনের দিনেই অর্থাৎ ২৪ ডিসেম্বর’১৯৯৭ বেলা অনুমান সকাল ১১টায় তাঁর সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। পিএসও হিসেবে নিযুক্তির আগে তাঁকে দীর্ঘদিন সেনা বাহিনীর বাইরে রাখা হয়েছিল বলে তিনি স্মৃতিচারণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম