1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে চির নিদ্রায় শায়িত সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ

পলাশে চির নিদ্রায় শায়িত সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ১৭৪ বার

নরসিংদী ২ পলাশ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলোয়ার হোসেন খান গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১১.২০ মিনিটে রাজধানী ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি হার্ডের রোগী ছিলেন, পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাস কষ্ট জনিত রোগ থাকার কারণে গত ১৭ অক্টোবর রাজধানী ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ছিলেন বামপন্থী রাজনীতির পুরুধা।ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন।পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবের আহবানে সারাদিয়ে
আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় হন।ঠিক তরুণ বয়সে নিজের জীবনকে বাজী রেখে দেশ মাতৃকার স্বাধীকার আন্দোলন মহান মুক্তিযুদ্ধে অস্র হাতে ঝাপিয়ে পড়েছিলেন।শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক শ্রমিক রাজনীতিতে ছিলো তার অনবদ্য ভূমিকা।তিনি ছিলেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আই এল ও)এর সদস্য, নরসিংদীর পলাশে ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা সন্মেলনের প্রতিষ্ঠাতা ও সন্মেলন পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলোয়ার হোসেন খান ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে নরসিংদী ২ পলাশ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।১৯৯০ সাল পর্যন্ত তিনি নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ছিলেন।
আজ ৪ নভেম্বর বুধবার সকাল ৯ টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার মালিবাগ, ২য় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় খিলগাঁও।
পরে মরহুমের নিজ এলাকা নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ডাংগা উচ্চ বিদ্যালয়ে বাদ যোহর ৩য় জানাজ ও তার নিজ গ্রাম বিরিন্দায় বিকেল তিনটায় চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করা হয়।

তিনি ১৯৪৫ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের বিরিন্দা গ্রামে এক মুসলিম সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মরহুম আবু বক্কর খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে এডভোকেট তারেক হোসেন খান আলো ও এডভোকেট তৌহিদ হোসেন খান অপু সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজর পূর্বে মরহুম সম্পর্কে স্মৃতি চারণ করেন প্রবীন রাজনীতিবিদ গণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নাজিম উদ্দীন খান,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা সন্মেলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজহার খন্দকার, পলাশ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার, ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান সাবেরুল হাই সাবের ও খোরশেদ হোসেন সেলিম।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলোয়ার হোসেন খান এর মৃত্যুতে শোকসন্তপ্তক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে পলাশ উপজেলা সহ নরসিংদী জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net