মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজট কোম্পানির অভিযানে (স্পেশাল কোম্পানি) মো. নাজিম (২০) নামে ছিনতাইকারী দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত ১ টি চাকু, ১ টি জিলেট ব্লেড ও ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার বিকালে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ডেমরার দেইল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা শহরে ভাসমান, তার পিতার নাম মৃত মজনুল হক। এ বিষয়ে সোমবার দিনগত রাতে ডেমরা থানায় নাজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন র্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোহাম্মদ শরীফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য নাজিমকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকা শহরে ভ্রাম্যমান হলেও বেশ কিছুদিন ধরে ডেমরায় ছিনতাই করছিল। চাকু ও ব্লেডের ভয় দেখিয়ে পথচারী ও চলামান যানবাহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত নাজিম।