নিজস্ব প্রতিবেদক :
ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপনের সংস্কৃতি তাওহিদী জনতা বরদাস্ত করবে না: খেলাফত মজলিস
ঢাকা, ১৫ নভেম্বর ২০২০: বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কর্তৃক ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপনের সংস্কৃতি দেশের তাওহিদী জনতা বরদাস্ত করবে না। । কোন জাতীয় নেতাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক উপায় আছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বা ভাস্কর্য স্থাপন বন্ধ করতে হবে। ঈমানের সাথে সাংঘর্ষিক মূর্তি বা ভাস্কর্য সংষ্কৃতি মুসলমানরা মেনে নিবে না। তাই এ দেশের আলেম-ওলামা নির্বিশেষে তাওহিদী জনতা সব সময় ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে যেকোন মূর্তির বিরোধী করে আসছে। সম্প্রতি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরোধীতাকারী আলেম- ওলামা তথা তাওহিদী জনতাকে উদ্দেশ্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। ঘাড় মটকে দেয়ার হুমকী দিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে স্তব্ধ করে দিতে চাইছেন। কিন্তু শিক্ষা উপমন্ত্রীর মনে রাখা উচিত তাওহিদী জনতা কোন হুমকী ধমকী বা চোখ রাঙ্গানীকে পরোয়া করে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। ইসলাম ধর্মেও কোন জোর জবরদস্তির অবকাশ নেই। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ অবহমানকাল থেকে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। কিন্তু বাংলাদেশে অটুট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক শ্রেণির লোক বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে উস্কানীমূলক শ্লোগান দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। এসব ষড়যন্ত্র ও উস্কানীমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সাবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন গুজব বা ফাঁদে পা দেয়া যাবে না। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে তার প্রদত্ত ‘ঘাড় মটকে দেয়ার’ হুমকীর দিয়ে প্রদান করা বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। একই সাথে ৯২ ভাগ মুসলমানরে দেশে ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপণ বন্ধের দাবী জানান।