আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ ১টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৫-ই নভেম্বর) বিকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে সাঙ্গু কেম্পের কোষ্টগার্ডের সহযোগিতায় উপজেলার সাঙ্গু নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ একটি ড্রেজার জব্দ করা হয়।
এই সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, আমরা সব সময় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। আজ উপজেলার সাঙ্গু নদীতে বালু উত্তোলনের খবর পাওয়া মাত্র সাঙ্গু কেম্পের কোষ্টগার্ডের সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা সহ একটি বালি উত্তোলনের ড্রেজের জব্দ করা হয়। অবৈধ ভাবে বালি উত্তোলন বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।