কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে এবার মাছ ধরার জালের ভিতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তারা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছরা এলাকার মৃত আহমদ আলীর ছেলে ফিরোজ খান (২৬) ও ফিশারীঘাট এলাকার মাকছুদের ছেলে সুমন ( ২৫)।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
পরে ওই ঘরে কাউকে পাওয়া না গেলেও ঘরে থাকা জালের ভিরত থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ওই সময় টমটমে করে (অটো রিক্সা) এসব ইয়াবা নিতে আসা সন্দেহে চালকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
আটক হওয়া দু’জন কক্সবাজার সদর থানা হেফাজতে রয়েছে।
ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে। সঠিক তথ্য জেনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বিপুল চন্দ্র দে।