শ্যামল বাংলা ডেক্স
ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান।
এছাড়া সহসভাপতি হয়েছেন ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন সোমবার (৩০ নভেম্বর)। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, অ্যাপায়ন সম্পাদক মোহাম্মদ নইমুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
কার্যনিবাহী সদস্য হিসেবে সর্বাধিক ভোটে জয় পেয়েছেন এম এম জসিম। এছাড়াও রহমান আজিজ, রোমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নারগিস জুঁই ও জাহাঙ্গীর কিরন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এতে তিনটি পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল।