আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
নিত্য্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মাষ্টার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। বক্তারা এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। সরকারের কোথাও কোন নিয়ন্ত্রণ নেই। বক্তারা আরও বলেন সারাদেশ আজ ধর্ষন, খুন রাহাজানি দুর্নীতে নিমজ্জিত। নিয়ন্ত্রনহীন সরকার কোন কিছু সামাল দিতে না পেরে প্রতিবাদকারীদের উপর হামলা মামলা করে মুখ বন্ধ করার চেষ্টা করছে। বক্তারা এসময় অভিযোগ করেন, এই সরকার এখন ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে।