বনশ্রী বড়ুয়া
অনাকাঙ্ক্ষিত সুখ ছুঁয়ে দেখিনি কখনো,
তবু অসংখ্যায়িত হয়েছি দলবদলের খেলায়,
আমি অমাংসল থেকে মাংসল তথাপি রসালোতে রুপান্তরিত হয়ে নজর কেড়েছি পিশাচের,
আমি অস্পৃশ্য যেনও ছোঁয়াছুঁয়িতে
আকুল পাষাণ হৃদয়!
আমি অনাগ্রহী তবু নিত্য অসুরের আনাগোনা,
আমি অগণন যত সভ্যতাভিমানীর বুকে আমাকে গুনে গুনে দিতে হয় হিসাব!
আমি অখাদ্য তবু হিংসল থাবায় যত লেহন চুষন!
আমি অসুন্দর,অপবিত্র তবু পুজিত নরপশুদের জিভে!
কত নামে ডাকো আমায়…
ছিঁড়ে ছিঁড়ে খাও লংকানুনের খেলায়..
এতকিছু!!
তারপরও আমি স্নিগ্ধতায় পূর্ণ,
আমি মুগ্ধতায় দেখি দিবাকর…..
আমি মাংস নই
আমি নারী নই
আমি মানুষ..।