শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকার বক্তব্য ভাইরাল বিশ্বব্যাপী।
গত ২ নভেম্বর হেফাজতে ইসলামের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মাঠে সাংসদ তার বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুলে ম্যাক্রঁকে উদ্দেশ্য করে বলেছেন,” আমি মি. ম্যাক্রঁকে সামনে পেলে তাকে হত্যা করতাম। তাকে হত্যার পর আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব”।
নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার নিজের ফেসবুক পেইজে আপলোড করেছেন। আর তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ভাইরাল হওয়ার পর তার ভিডিও’ সুত্র ধরে দেশীয় ও আর্ন্তজাতিক মিডিয়া চলছে নিউজের পর নিউজ।