আনোয়ারা সংবাদদাতা ::
আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭ নভেম্বর ) রাত ৮ টায় দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার ( ৮ নভেম্বর ) দুপুর ২ টায় নিজ বাড়িতে ডুমুরিয়া রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গণে জানাজা নামাজ শেষ হয়েছে।তাহার কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জাতীয় পতাকায় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃতানভীর হাসান আহমেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। পরে পারিবারিক কবরস্থানে তাহার দাফন সম্পন্ন হয়।এ সময় আনোয়ারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,মুক্তিযোদ্ধাবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।