মোঃজাহিদ হোসেন
লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও পিকআপ আটক।
জানাযায় জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা,এক মাদক ব্যবসায়ী ও পিকআপ আটক করেছেন। এ সময় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন দুলাল (২৪) কে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষা গ্রামের আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন দুলাল বলে জানাযায়
১২ নভেম্বর সকাল আনুমানিক ১০ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে অভিযান চালিয়ে কালীগঞ্জের কাকিনা বাজার থেকে পিকআপসহ
-৪০ কেজি গাঁজাসহ আটক করেন।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা বাজার থেকে ৪০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাদকদ্রব্য উদ্ধার, এক মাদক ব্যবসায়ী ও পিকআপ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৃসন্ধা ৬ টার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।