শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরাপত্তা প্রহরীকে হাত পা বেঁধে এক গরুর খামারে ডাকাতির স্টাইলে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই খামারের ৯টি গরু লুট করে নিয়ে যায়।
শুক্রবার ভোররাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার খামারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় নিরাপত্তাপ্রহরী সোহরাব হোসেনকে শনিবার সকালে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খামারের মালিক রফিক মিয়া জানান, গত শুক্রবার রাতে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়লে শনিবার ভোরে তার এক আত্মীয় ফোনে জানতে পারে গ্যারেজে ডাকাতি হয়েছে। নিরাপত্তা প্রহরীর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এ খবর শুনে খামারের দরজার খুলে দেখি আমার খামারের ৯টি গরু নেই। তিনি বলেন, আমার এতো বছরের কষ্টের আয় দিয়ে গড়া খামারের ৯ টি গরুর দাম প্রায় ১০ লাখ টাকা। আমি আজ নি:স্ব হয়ে গেছি।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।