স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও প্রতিরক্ষা বাঁধ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) প্রকল্প পরিদর্শন করেনপানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আফসানা বিলকিস।
এ সময় কুমিল্লা জেলার পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মুজিব শতবর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অফিসের সামনে বৃক্ষরোপণ করেন। পরে লালমাই উপজেলা মধুশ্চর, ডাকাতিয়া নদী প্রতিরক্ষা বাঁধ, হাজতখোলা খাইর খাল প্রতিরক্ষা বাঁধ , অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএমপি পক্ষে উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কুমিল্লা পওর সার্কেল প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবু তালেব শাখা কর্মকর্তা প্রকৌশলী মোঃ মামুন অর রশিদ ভূঁইয়া, বাগমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, সোনাইছড়ি সেচ সমিতি সভাপতি শহিদুল ইসলাম বাবুল, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেলসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।