শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
বৈরী অাবহাওয়াতেও ঝড়-বৃষ্টি উপেক্ষা শত শত নেতাকর্মী যোগ দিয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের স্মরণ সভায়।
৩১ অক্টোবর বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ খাদিজাতুল অানোয়ার সনি, উপজেলা অা’লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উপজেলা অা’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি অাবু তালেব চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক সাহেদুল অালম সাহেদ, যুগ্ম মাইনুল করিম সাউকি, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদ গিয়াস উদ্দীন, সাবেক সহ সম্পাদক মিনহাজ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, ‘রফিকুল আনোয়ার ছিলেন একজন নিবেদিতপ্রাণ ত্যাগী নেতা। তিনি এ জনপদের নন্দিত জননেতা ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে প্রতিনিয়ত নির্মাণ করে গেছেন রাজনীতির ধারালো সড়কে। রাজনীতিকে তিনি সমাজ বদলের হাতিয়ার হিসেবে গড়ে নিয়েছিলেন। আর মনে গেঁথেছিলেন জনগণকে অকৃত্রিম সেবা দানের অনুপম আদর্শ।
এতে অারো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি অাবু শোয়াইব, সা.সম্পাদক তুহিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক অালী সিকদার শুভ, সাজ্জাদুল অালম, জয়নাল অাবেদীন, জিকু চৌধুরী, সাইফু, রেজা, বভি, মহসীন, মির্জা হাসানুল করিম রুবেল, জেরিন, আব্দুল্লাহ আল আরিফ, রাকিব, রাব্বি, আকবর, এমদাদ, রিফাত, আনিস, শহীদসহ অারো অনেকে।