লাভলু শেখ, স্টাফ রিপোটার
লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পোড়ানোর ঘটনায় দায় স্বীকার করে মসজিদের খাদেমসহ ৩ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ৩ দিনের রিমান্ড শেষে খাদেমসহ ২ জন আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। এছাড়া রিমান্ড ছাড়াই জবানবন্দি দিয়েছেন আব্দুল গণি কবিরাজ নামে এক জন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে খাদেমসহ ৪ জনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন লালমনিরহাট আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম। দায় স্বীকার করে যারা জবানবন্দি দিয়েছেন তারা হলেন- বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গ্রামের জোবেদ আলী (৬১), বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট এলাকার জাহেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাজু (১৯), একই এলাকার আব্দুল গণি কবিরাজ (৪৫)। অপরদিকে শনিবার সকালে আলোচিত এ ৩ মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটরকে ঢাকায় গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
এ নিয়ে এ মামলায় ২৯ জনকে এ পযন্ত গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
শনিবার দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। যার মধ্যে খাদেমসহ ২ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে রিমান্ড ছাড়াই একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় দফায় ৯ আসামির রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার পাটগ্রাম থানার ওসি জানান, শনিবার রাতে বুড়িমারী এলাকার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। তারা হলোঃ মাইনুল ইসলাম, হাসানুর রহমান, অাব্দুল করিম ও সোহেল রানা। এদের কে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।