লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক গ্রন্থাগারিক ও শিক্ষক আবু ইউনুস মোহাম্মদ সহীদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মামলায় গত ৭ দিনে পাটগ্রাম থানা পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে শুক্রবার পযন্ত মোট ২৪ জন কে গ্রেফতার করেছে। এদের মধ্যে প্রথম দফার ৫জন আসামীর ৩দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেল শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। ২য় দফায় বৃহস্পতিবার ৪ জনের ৩দিনের রিমান্ড মন্জুর করেছে অাদালত। তাদের রিমান্ড চলছে।
জুডিশিয়াল আদালতের বিচারক আদালত-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম এ আদেশ দেন।
রিমান্ড প্রাপ্তরা হলোঃ অানোয়ার হোসেন, খাদেম জোবাইদুর, পিচ্চি রবিউল ও মেহেদি হাসান। এর অাগে প্রথম দফায় গত মঙ্গলবার ইসমাইল হোসেনের পুত্র আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের পুত্র রফিক (২০), আবুল হাসেমের পুত্র মাসুম আলী (৩৫) ও সামছিজুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)। এর ৩ দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হয়েছে। শুক্রবার দুপুর ২ টা ১৪ মিনিটে লালমনিরহাট ডিবির ওসি ওমর ফারুক রিমান্ডের বিষয় টি নিশ্চিত করে জানান, অাসামীরা রিমান্ডে যে সব তথ্য দিয়েছে সে গুলো যাচাই- বাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ২য় দফার রিমান্ড চলছে।
গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
নিহত যুবক আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র । গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
শুক্রবার পাটগ্রাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়া নামের ১জন কে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। এ যাবত মোট ২৪ জন কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে গ্রেফতার অভিযান অব্যহত থাকায় বুড়িমারী এলাকায় রাতে পুরুষ শৃন্য হওয়ার খবর জানা গেছে।