1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভিবাদন বাংলাদেশ ৫০তম বিজয় দিবসে : সৈয়দ আবদাল আহমদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি

অভিবাদন বাংলাদেশ ৫০তম বিজয় দিবসে : সৈয়দ আবদাল আহমদ

সৈয়দ আবদাল আহমদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার

বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। বহু রক্ত ও অশ্রুর বিনিময়ে পাওয়া এ বিজয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের এই দিনটিতে ‘বাংলাদেশ’ নামে নতুন এক দেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। সেই বাংলাদেশ আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় জন্মভূমি। এই দেশের বিজয়ে, লাল সবুজের পতাকার বিজয়ে সেদিন আমরা সম্মিলিতভাবে গেয়ে উঠি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানÑ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
শুভ জন্মদিন বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন। এবার মহান এ বিজয়ের ৫০তম দিবস আমরা পালন করব। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে? কিছুদিন পরই ২৬ মার্চ আমরা পালন করব প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব। তোমাকে অভিবাদন বাংলাদেশ!
এবার আলো ঝলমল করে উদ্ভাসিত হবে আমাদের বিজয়ের আনন্দের ১৬ ডিসেম্বরের দিনটি। কবি আবদুল মান্নান সৈয়দ ‘১৬ ডিসেম্বর ১৯৭১’ কবিতায় লিখেছিলেন,
পরিস্কার মনে আছে সেই দিনটি।
টিয়ে পাখির মতো লাল সবুজ পতাকায় পতাকায়
ভরে গিয়েছিল আমাদের শহর।’
একাত্তরে প্রথম বিজয় দিবস থেকে এবার ৫০তম বিজয় দিবস ১৬ ডিসেম্বরে আমরা দেখতে পাব টিয়ে পাখির মতো লাল সবুজ পতাকায় পতাকায় ছেয়ে গেছে আমাদের দেশটা। আমরা গলা ছেড়ে গাইবো শামসুর রাহমানের গানÑ
‘কোকিল, দোয়েল গান গেয়ে বলে,
আজ আমাদের বিজয় দিবস।
গোলাপ, বকুল বলে একসাথে
আজ আমাদের বিজয় দিবস।’
সত্যিই এই বিজয়ের কোনো তুলনা নেই। সৈয়দ শামসুল হকের কবিতার ভাষায় ‘আমাদের এই বাংলাদেশ ধানের দেশ, গানের দেশ, বীরের দেশ, তেরো শত নদীর দেশ। আমাদের দেশ স্বাধীন দেশ, বাংলাদেশ।’
বাংলাদেশের তুলনাহীন এই বিজয় দিবস এমনি এমনি আসেনি। এই বিজয় রক্তে কেনা। নয় মাস সশস্ত্র যুদ্ধ করে এই বিজয় আমরা ছিনিয়ে এনেছি। একাত্তরের ২৫ মার্চ কালো রাত থেকে বাঙালি জাতির ওপর শুরু হয়েছিল মৃত্যু, ধ্বংসযজ্ঞ আর আর্তনাদের নারকীয় বর্বরতা।
কিন্তু এই ঘোরতর অমানিশা ভেদ করে নয় মাসের মাথায় ১৯৭১-এর ১৬ ডিসেম্বর এদেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চির ভাস্বর সূর্য। পত পত করে উড়তে থাকে স্বাধীনতার পতাকা। এই পতাকা বিজয়ের পতাকা। নতুন দেশের উদয়ের সূর্য। স্বাধীন সূর্যোদয়। এই স্বাধীন দেশের নামই বাংলাদেশ।
নয়মাস যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, স্বাধীনতা লাভ করেছি। একাত্তরের মুক্তিযুদ্ধ তাই আমাদের সবচেয়ে গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এই মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে আত্মোৎসর্গের ঘটনাও। বিজয় ছিনিয়ে আনতে গিয়ে লক্ষ প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কত যে ত্যাগ, কত যে অশ্রু-তার কোন হিসাব নেই। সাহস করে চোখের জলেই আমরা বীরগাথা রচনা করেছি। লাল সবুজের পতাকা আমাদের সেই আত্মোৎসর্গের কথাই মনে করিয়ে দেয়। ত্যাগের পাশাপাশি মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে উজ্জ্বল, আনন্দের ঘটনাও। মায়ের অশ্রু, বীরের রক্ত স্রোত-এ মাটির, এ জাতির অহংকার। চিরদিনের সম্পদ। আমাদের রক্তার্জিত পতাকা তাই চিরদিন বাংলার আকাশে উড়বে।

বিজয়ের মুহূর্ত
একাত্তরের ১৬ ডিসেম্বরের দিনটিতে ছিলাম দশ-এগারো বছরের বালক। কবি আবদুল মান্নান সৈয়দের কবিতার মতোই আমার স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছে একাত্তরে বিজয়ের সেই মুহূর্ত। হবিগঞ্জ জেলার চুনারুঘাটের পীরের গাওয়ে বোনের বাড়িতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিবিসি বাংলার অনুষ্ঠান ও খবর বড়দের সাথে আমরা ছোটরাও দলবেধে শুনতাম। বেতারে বিজয়ের কথা অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে শুনে সেদিন আমরা বালকের দল আনন্দে দিশেহারা হয়ে পড়েছিলাম। এক নিভৃত পল্লীতে আমাদের কী যে আনন্দ! আপন মনেই সেদিন উল্লসিত হয়ে স্বাধীন বাংলা বেতারের সাড়া জাগানো গানগুলো সবাই মিলে গাইতে থাকি। মনে আছে পতাকা নিয়ে সবুজ মাঠে দৌঁড়েয়েছি। মনের আনন্দে হেসে কুটি কুটি হয়েছি। আনন্দে দলবেধে পুকুরে ঝাঁপ দিয়েছি, সাঁতার কেটেছি। দুপুরের পর খবর পেলাম পীরের গাঁওয়ের উত্তর দিকে ‘মাইঝের বাড়ি’তে মুক্তিযোদ্ধারা এসেছে। কী যে কৌতুহল! দৌড়ে গেলাম সেই বাড়িতে। আমাদের মতো অনেকই এসেছে মুক্তিযোদ্ধাদের দেখতে। সম্ভবত চারজন বীর মুক্তিযোদ্ধা। ছিলেন রণাঙ্গনের ক্লান্ত যোদ্দারা তখন ‘স্টেনগ্যান’ ও ‘রাইফেল’ পাশে রেখে ঘুমাচ্ছিলেন। অনেকক্ষন তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এক পর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে তাদের শরীর ছুঁয়ে দেখি। তখন মনে হয়েছিল এরা সাধারণ মানুষ নয়, এরচেয়েও বড় কিছু। সেই স্মৃতি এখনো চোখে ভাসছে।
বিজয়ের মুহুর্ত নিয়ে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমদ লিখেছেন মজার স্মৃতি। ‘জোছনা ও জননীর গল্পে’ তিনি লিখেন, ‘ঝিকাতলায় থাকতাম। আমার সঙ্গে ঝিকাতলায় সেই একতলা টিনের ছাদের বাড়িতে ছিলেন আমার অতি প্রিয় বন্ধু আনিস সাবেত। তিনি বয়সে আমার চেয়ে দুই বছরের বড়। ষোল ডিসেম্বর আমরা দুজন কী করলাম একটু বলি। হঠাৎ মনে হলো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। পৃথিবী উলট-পালট হয়ে গেছে। সারাক্ষণ কানে ঝিঁঝি পোকার মতো শব্দ হচ্ছে। আনিস সাবেত বাড়ির সামনের মাঠে হাত-পা ছড়িয়ে শুয়ে পড়লেন। তিনি শব্দ কর কাঁদছেন। গড়াগড়ি করছেন। আমি তাকে টেনে তুললাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, চল রাস্তায় চল। একটু আগেই তিনি কাঁদছিলেন। এখন আবার হাসছেন।

আমরা রাস্তায় নেমে পড়লাম, এবং ফাঁকা রাস্তায় কোনো কারণ ছাড়াই দৌঁড়াতে শুরু করলাম। আনিস ভাই এক হাতে শক্ত করে আমাকে ধরে আছেন, আমরা দৌঁড়াচ্ছি।
ঢাকা শহরের সব মানুষ ঘর ছেড়ে বের হয়ে পড়েছে। যার যা ইচ্ছা করছে। চিৎকার, হৈ চৈ, লাফালফি, মাঝে-মধ্যেই আকাশ কাঁপিয়ে সমবেত গর্জন-‘জয়বাংলা’। প্রতিটি বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে। এই পতাকা সবাই এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল কে জানে?
ঝিকাতলার মোড়ে আমরা দু’জনকে লোকজন আটকাল। তারা শংকিত গলায় বলেন রাস্তা পার হবেন না। খবরদার! কিছু আটকাপড়া বিহারি দোতলার জানালা থেকে ওইদিকে গুলি করছে। আমরা গুলির শব্দ শুনলাম। আনিস ভাই বললেন, দুত্তেরী গুলি। হুমায়ূন চল তো। আমরা গুলির ভেতর দিয়ে চলে এলাম। আমাদের দেখাদেখি অন্যরাও আসতে শুরু করলো।
সায়েন্স ল্যাবরেটরিতে এসে আনিস ভাই দু’প্যাকেট বিসকিট কিনলেন (আমার হাত সে সময় শূন্য, কেনাকাটা যা করার আনিস ভাই করতেন)। আমরা সারাদিন কিছু খাইনি। প্রচণ্ড ক্ষিদে লেগেছে। আমি আনিস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আনিস ভাই, পোলাও খেতে ইচ্ছা করছে। তিনি বললেন, অবশ্যই পোলাও খাব। পোলাও। আমরা দুজন অর্ধউন্মাদের মতো ‘পোলাও পোলাও’ বলে চেঁচালাম। রাস্তার লোকজন আমাদের দেখছে। কেউ কিছু মনে করছে না। একটা রিকশাকে আসতে দেখলাম। রিকশার সিটের ওপর বিপদজনক ভঙ্গিতে মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে। তিনি জিগিরের ভঙ্গিতে বলেই যাচ্ছেনÑ জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।
আনিস ভাই তার হাতের বিসকিটের প্যাকেট গুঁড়া করে ফেললেন। আমিও করলাম। আমরা বিস্কিটের গুঁড়া ছড়িয়ে দিতে দিতে এগুচ্ছি। কোন দিকে যাচ্ছি তাও জানি না। আজ আমাদের কোনো গন্তব্য নেই।”
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে পরাজিত পাকিস্তান বাহিনী আত্মসমর্পন করে। এই আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন মুক্তিবাহিনীর উপ প্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল) একে খোন্দকার বীর উত্তম। ‘বিজয়ের দিনে’ ও ‘ভেতরে বাইরে’ বইতে তিনি লিখেন, “আগরতলা থেকে হেলিকপ্টারে করে জেনারেল আরোরার সঙ্গে আমি যখন ঢাকা বিমান বন্দরে অবতরণ করি, তখন আমার একটিমাত্র অনুভূতিই ছিল যে, আমি স্পর্শ করতে পেরেছি আমার স্বাধীন দেশের মাটি। আমরা যখন রমনা ময়দানের দিকে যেতে থাকি, তখন রাস্তার দুই পাশের বহু মানুষকে আক্ষরিক অর্থেই মুক্তির আনন্দে আকুলভাবে কাঁদতে দেখেছি। তাদের মুখে যে অভিব্যক্তি ছিল, সেটি মুক্তির। রমনার রেসকোর্স ময়দানে অসংখ্য লোকের সঙ্গে আমাকে কোলাকুলি করতে হয়েছে। এরমধ্যে ছিল মানুষের অনাবিল আনন্দ এবং স্বস্তির অভিব্যক্তি। বেশ কজন আমাকে সেদিন বলেছেন, ‘আজ রাত থেকে আমরা নিশ্চিন্তে ঘুমোব।’

আত্মসমর্পন অনুষ্ঠান শেষ করে হেলিকপ্টারে করে আগরতলা ও পরে বিমানে করে কলকাতায় ফিরে আসার সময়টুকুতে দীর্ঘ ন’মাসের স্মৃতিগুলো মনের আয়নায় ভেসে উঠছিল। বিমানটি যখন কুয়াশাচ্ছন্ন ধূসর মেঘরাশিকে বেধ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন কল্পনায় প্রভাতের হাতছানি দিতে লাগল আগামীর প্রভাতের সূর্য। সেই নতুন সূর্যের আলোয় উদ্বাসিত হবে স্বাধীন বাংলাদেশের মাটি, জনপদ ও মানুষ।”
কবি আসাদ চৌধুরী ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ” বইতে লিখেন, “অবরুদ্ধ ৯ মাস পর ১৬ ডিসেম্বর ১৯৭১, চারটা একুশ মিনিটে জেনারেল নিয়াজি রমনার রেসকোর্স ময়দানে জনতার ‘জয়বাংলা’ স্লোগানের মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলেন। এরপর সামরিক কায়দায় ধীরে ধীরে কোমর থেকে বেল্ট খুললেন, অস্ত্র সমর্পন করলেন। পৃথিবীর মানচিত্রে বিশ্বের অষ্টম বৃহৎ রাষ্ট্রের নাম লেখা হলো বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের রক্ত, শত শত মায়ের অশ্রু দিয়ে গড়া এই দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ।”

মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল কাদের ‘একাত্তর আমার’ বইতে লিখেন, “১৬ ডিসেম্বর ১৯৭১ আনুমানিক সকাল দশটা। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দফতর। ফোনে কথা শেষ করে তাজউদ্দীন সাহেব বললেন, “নুরুল কাদের আজ আমরা স্বাধীন। বিকাল চারটায় আত্মসমর্পন। অফিসের লোকজনকে খবরটা জানিয়ে দাও।’ আমার কাছে এই নির্দেশ প্রচণ্ড ভারী মনে হলো। কারণ এতবড় সংবাদ ঘোষণার অধিকার রাখেন একমাত্র তাজউদ্দীন আহমদ। সবাইকে প্রধানমন্ত্রীর কক্ষের সামনে আসতে বললাম। কাউকেই ঘটনার কথা বলা হলো না। অফিসের ৩০/৩৫জন এসে কক্ষের সামনে দাঁড়ালেন। তাজউদ্দিন আহমদ এগিয়ে এলেন। তিনি বললেন, ‘আজ থেকে আমরা স্বাধীন। অপরাহ্নে হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে।’ তখন আবেগে তাঁর কণ্ঠ কাঁপছিল। সমস্বরে সবাই উল্লাসে শ্লোগান দিলেন। সে এক অবিস্মরনীয় দৃশ্য।”
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ‘স্বাধীনতা ৭১’ বইয়ে লিখেন, “১৬ ডিসেম্বর বিকাল পাঁচটা পাঁচ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়াজি বিষন্ন পাংশু মুখে কাঁপা হাতে আত্মসমর্পন দলিলে স্বাক্ষর করলেন। তার কলমের কালিও সরছিল না। তাই তাকে অন্য একটি কলম দেয়া হলো। এই প্রথম তারা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ স্বীকার করে নিল।”
মেজর (অবঃ) এম এ জলিল ‘বিজয় অভিযান’ নিবন্ধে লিখেন, “১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলো। ১৭ ডিসেম্বর ১৯৭১ খুলনা সার্কিট হাউজে পাকিস্তান বাহিনীর ব্রিগেডিয়ার হায়াতের নেতৃত্বের দলটি আত্মসমর্পন করল। তখন হাজার হাজার মানুষ আনন্দে আত্মহারা। পরাজিত ব্রিগেডিয়ার হায়াত মাথা নুইয়ে কম্পিত হাতে আত্মসমর্পন দলিলে সই করলেন। কোমর থেকে বেল্ট খুলে মিত্র বাহিনীর কাছে অর্পন করলেন। উৎফুল্ল জনতার স্রোতে আমি হারিয়ে গেলাম। জনতার দিকে শূন্য দৃষ্টি মেলে দিয়ে আমার স্বাধীন বাংলাকে প্রাণভরে দেখলাম।”
কবি শামসুর রাহমান ‘কালের ধূলোয় লেখা’ বইয়ে উল্লেখ করেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের আকাংখিত স্বাধীনতার অপরূপ সূর্যোদয় দেখার সৌভাগ্য হলো। বাংলাদেশ ঝলসে উঠল আনন্দধারায়। সেই মুহূর্তে স্বাধীনতার অপরূপ সূর্যোদয়ে আনন্দ-উচ্ছ্বাসে নেচে উঠেছিল হৃদয়, চোখ হয়েছিল অশ্রুভেজা। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান লিখেন, “সে মুহূর্তে মনে হয়েছে, আমার দেশে কার্পাস ফুল ফুটেছে।”
পঞ্চাশের বাংলাদেশে
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস এবং ‘স্বাধীনতার ৫০ বছর’ এমন এক সময়ে উপস্থিত, যখন পৃথিবী মোকাবেলা করছে এক মহামারী। এই করোনা মহামারির ছোবলে বাংলাদেশের ৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। মহামারি সবকিছুই থমকে দিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যেভাবে উদযাপন করার কথা সেভাবে করা যাচ্ছে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীও একই সময়ে পড়েছে। বছরব্যাপী কর্মসূচী নিয়েও তা সেভাবে পালন করা যায়নি। করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সুখবর আছে। কিন্তু বাংলাদেশ এই টিকা কখন পাবে, করোনা মহামারি থেকে মুক্তি কবে সেটা কেউই জানে না।
তবে বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের আনন্দ মুহূর্তে দেশের মানুষের জন্য বড় সুখবর হয়ে এসেছে পদ্মাসেতুর স্বপ্নপূরন। প্রমত্ত পদ্মার ওপর দেশের দীর্ঘতম ৬ দশমিক ১৫ কিলোমিটারের এই সেতুর সর্বশেষ স্প্যানটি বসেছে। জোড়া লেগেছে পদ্মার দুই পাড়Ñমুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা। দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। আগামী দেড় বছরের মধ্যে এই সেতু চালু হবে। দক্ষিন-পশ্চিমাঞ্চলে যোগাযোগ বিশেষ করে রেল যোগাযোগের ক্ষেত্রে নয়া দিগন্ত সৃষ্টি হবে। এই সেতুর ফলে যশোর পর্যন্ত রেল যোগাযোগও স্থাপিত হবে। এর আগে যমুনা নদীতে নির্মীত হয়েছে যমুনা সেতু।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আছে। আর্থ-সামাজিক সূচকের উন্নতি হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ক্রয় ক্ষমতা বেড়েছে। তলাবিহীন ঝুঁড়ির অপবাদ ঘুচেছে। রাস্তা-ব্রীজ-কালভার্ট সারা দেশকে সুতোর মতো গেঁথে দিয়েছে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছে। কৃষিক্ষেত্রেও উন্নতি উল্লেখযোগ্য। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নোবেল পুরস্কার এনে দিয়েছেন। বাংলাদেশ এখন ক্রিকেটের বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া এখন আমাদের স্বপ্ন।

অবশ্য মুক্তিযুদ্ধের অন্যতম প্রত্যয় গণতন্ত্র বাংলাদেশে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। দশ বা পাঁচ শতাংশ ভোটেই নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়। আবার দেশে ভোটার ছাড়াও নির্বাচন হয়। দিনের ভোট রাতে হয়। অপরাজনীতি রাজনীতির পোষাক পড়ে আছে। লাইনচ্যূত ট্রেনের মতো রাজনীতি লক্ষ্যচ্যূত। জনগন রাজনীতি বিমুখ হয়ে গেছে। সুশাসন অনেকটাই নির্বাসনে চলে গেছে। দূর্নীতির ব্যাপক বেড়েছে। এখন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক গনতন্ত্রে দেশ চলছে। মানুষের রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার অধিকার সংকুচিত। অনেকটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণই হোক ৫০তম বিজয় দিবসের ভাবনা ও অঙ্গীকার। দেশের মানুষের গণতান্ত্রিক চেতনাবোধের যে দীর্ঘ ইতিহাস রয়েছে, তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, তা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে সেটাই সবার চাওয়া।

[ লেখকঃ সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। ]
নয়া দিগন্ত ১৫ ডিসেম্বর, ২০২০।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম