1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এতিম শিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেছে 'বন্ধু চিরদিন' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

এতিম শিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেছে ‘বন্ধু চিরদিন’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বন্ধু চিরদিন’ গ্রুপ প্রায় ১শ’র অধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। বুধবার (১৬ই ডিসেম্বর) রাজধানীর উত্তর মুগদা মদিনাবাগ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবারের ব্যবস্থা ও মাস্ক বিতরণ করে গ্রুপটি।

এর পর রাজধানীর উত্তর মুগদা, খিলগাঁও, মালিবাগ, বনানী, উত্তরার বাউনিয়া, নারিন্দা, আব্দুল হাদি লেনসহ প্রায় ১৫টি স্পটে মাস্ক বিতরণ করেন গ্রুপের সদস্যরা।

এ ব্যাপারে গ্রুপের চীফ এডমিন ও বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাফরুল আলম বলেন, “সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে, বিপদে বন্ধুর পাশে থাকা। এক বন্ধুর বিপদে অন্য বন্ধু পাশে থাকবে। এটাই গ্রুপ তৈরির মূল উদ্দেশ্য। এতিম, অনাথ ও অসহায় শিশুদের জন্য আমরা সবসময় কাজ করে যাবো বলে জানান তিনি।” গ্রুপ ক্রিয়েটর আরও বলেন, “এছাড়া বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী এবং ভালো কিছু করার প্রত্যয় নিয়েই চালু হয়েছে বন্ধু চিরদিন।”

আমরা এমন কিছু কাজ করবো। যেটা অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন গ্রুপের সদস্য নাছিমা সোমা। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি আরও বলেন, “সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে সফল হবোই আমরা।”

এডমিন জেরিন হোসেন রুমি বলেন, “গ্রুপকে সুন্দর ও স্বার্থক করতে সবার আগে দরকার সুন্দর মানসিকতা। আমরা সুন্দর মানসিকতা নিয়ে কাজ করলে অবশ্যই সফল হবো।”

গ্রুপের সদস্য ও বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি সাহিদুল ইসলাম বলেন, “যে কোন ভালো কাজে দরকার সৎ উদ্দেশ্য। আমরা ভালো কাজ ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবো।”

এডমিন তৌহিদ বলেন, “বন্ধুত্ব মানেই একটা আত্মার বন্ধন। এখানে দরকার বিশ্বাস। আমাদের মধ্যে যেন বিশ্বাসের ঘাটতি না থাকে।” গ্রুপের সদস্য সাংবাদিক জ.ই বুলবুল বলেন, “জীবনে অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে। কিন্তু বন্ধু চিরদিন এর মতো এ রকম বন্ধুত্বের বন্ধনে দৃঢ়প্রত্যয় নিয়ে একটা প্লাটফর্মে সবাইকে একত্রিত করার মতো গ্রুপ আগে কখনো দেখিনি।”

সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ফয়সল হক চৌধুরী। আলোচনা সভায় গ্রুপের উদ্দেশ্য তুলে ধরেন সায়েকা ও মোস্তাক রহমান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর সুমনা খানম, লিম, রেজাউল হক প্রমুখ।

আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষক মুফতি তৌহিদুল ইসলাম দোয়া পাঠ করেন। দোয়া পাঠ শেষে প্রায় ১ শ’ অধিক শিশুদের সাথে গ্রুপের সদস্যরাও দুপুরের খাবারে শরিক হন।

উল্লেখ্য, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বন্ধুদের সমন্ময়ে গঠিত ‘বন্ধু চিরদিন’। বন্ধুত্বের বন্ধন শক্তিশালী ও বিপদে বন্ধুর পাশে থাকার প্রত্যয় নিয়েই চালু হয়েছে গ্রুপটি। এ পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গ্রুপের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম