নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পূর্বানুমতি ছাড়া সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্ক না করে সরকারের এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি এবং মৌলিক মানবাধিকারের চরম লংঘন। দেশের যে কোনো নাগরিক ও সংগঠনের অবাধে সভা-সমাবেশের করার এবং মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমরা সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশবাসী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ফ্যাসিবাদী এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সংবিধান বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বধীনতাকে হরণ করছে। সরকারের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে সেজন্য প্রতিবাদী কন্ঠকে রুদ্ধ করা হচ্ছে। এভাবে কখনো কোনো দেশ চলতে পারে না। দেশের সংবিধান ও মৌলিক মানবাধিকার পরিপন্থি ও গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
সরকরের গণবিরোধী সকল সিদ্ধান্ত ও ফ্যাসিবদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”