1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা স্বাধীনতায় বিস্বাসী নয়- তোফায়েল আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি : সভাপতি মামুন, সম্পাদক মাখন পাহাড়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সিন্দুকছড়ি জোনের গুরুত্বপূর্ণ সভা ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা আটক করেছে পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ! বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা স্বাধীনতায় বিস্বাসী নয়- তোফায়েল আহমেদ

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ বার

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিন বাঙ্গালী জাতির হৃদয়ের মনিকোঠায় বিরাজ করছেন এবং তিনি আমাদের হৃদয়ে চিরদিন বিরাজ করবেন।

যতদিন বাংলার মাটি ও মানুষ থাকবে ততদিন তিনি মানুষের হৃদয়ে অবস্থান করবেন। আজকে সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও এদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, সৌদিআরব, জেদ্দায়, তিউনিসিয়া, মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশে মুসলিম নেতাদের ভাস্কর্য আছে। সুতরাং যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করে তারা সত্যিকারার্থেই স্বাধীনতায় বিশ্বাস করে না।

আজ ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার বেলা ১১টার দিকে ভোলা শহরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্স যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশের প্রশাসনিক কর্মকর্তাসহ সকল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জিয়াউর রহমানকে স্বৈরশাসক উল্লেখ করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন বলেই আজ এ অবস্থা।

জাতিরজনক বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলো। কিন্তু জিয়াউর রহমান তদদেরকেও ক্ষমা করেছিলেন। এসময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বাঙ্গালী জাতিকে মেধাশূণ্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। স্বাধীনতার দুই দিন আগে এই কৃতি সন্তানদের হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ ক্ষমতায় এসে আমরা ২০০৯ সালে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। ইতোমধ্যে অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। এছাড়া উক্ত মানববন্ধনে ভোলা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net