1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাস্কর্য ইস্যু: দেশে গণতন্ত্রের সুষম চর্চা চলছে! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত। শ্রীপুরে এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “প্রেস বিজ্ঞপ্তি” ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যেগে সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গনমাধ্যমের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ভাস্কর্য ইস্যু: দেশে গণতন্ত্রের সুষম চর্চা চলছে!

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ১৪৬ বার

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই প্রধান দলের একটি। দলটির জনসমর্থন এখনো ৩৩% এর মতো। অন্যদিকে, ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল। তাদের জনসমর্থন এখন প্রায় ৮% এর মতো। বিএনপি বা জামায়াত রাজপথে দাঁড়াতে পারছে না; কোন কর্মসূচী পালন করতে পারছে না। অন্যকথায়, সরকার এই দুই দলের কাউকে স্পেস দিচ্ছে না; এবং তারাও সরকারকে চ্যালেঞ্জ করে মাঠে কোন কর্মসূচী পালন করতে পারছে না। কোন কর্মসূচী পালন করতে গেলে সেটা তো ভন্ডুল করা তো হয়-ই; কয়েকটি মামলায়ও জড়ানো হয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের।
অন্যদিকে , জামায়াতের পর সবচেয়ে বড় ইসলামী দল চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ১% বা এর একটু বেশি জনগণের সমর্থিত দল। বাকি আর কোন ইসলামী দলের জনসমর্থন ১% বা তার কাছাকাছিও নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ১% জনসমর্থন বাদ দিলে বাকি ইসলামী দলগুলোর জনসমর্থনের যোগফল বড় জ্বোর ৩% হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৪%।

যেখানে ৩৩% জন সমর্থিত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মাঠে নামতে পারে না; ৮% জনসমর্থনের পাশাপাশি শক্ত সাংগঠনিক ভিত্তিসহ ক্যাডারভিত্তিক দল জামায়াতে ইসলামী মাঠে নামতেই পারে না; সেখানে ভাস্কর্য ইস্যুতে ইসলামপন্থীরা নির্বিঘ্নে কর্মসূচী পালন করতে পারছে। সরকারও স্পেস দিচ্ছে। আজকে না হয় বায়তুল মোকাররমের উত্তর গেটে একটু বাঁধা দিয়েছে। এটা বিচ্ছিন্ন একটা বিষয়। কিন্তু বিগত কয়েক দিন থেকে বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে গণতান্ত্রিকভাবে কর্মসূচী পালন করে যাচ্ছে ধর্মীয় বিভিন্ন দলের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানারে। মনে হচ্ছে যেন, বাংলাদেশটা এখন আলেম-উলামাদেরই দখলে।
দেশে তাহলে গণতন্ত্রের সুষম চর্চা চলছে? ভাস্কর্য ইস্যুতে ইসলামপন্থীরা গণতান্ত্রিক আন্দোলন করতে পারছে? সরকার চাইলে, কোন একটি মিছিল-সমাবেশ-কর্মসূচী কোথাও পালন করতে পারতো না ইসলামপন্থীরা। ভাস্কর্য ইস্যুতে মাঠ গরম করা দূরে থাক; কোথাও ফটোসেশনের জন্য দুই মিনিটও দাঁড়াতে পারতো না। হুজুররা, আলেম-উলামারা ভাস্কর্য ইস্যুতে মাঠ গরম করে ফেলুক– সরকার এমনটি চেয়েছে কি-না বলতে পারবো না। তবে এটা ঠিক যে, পুলিশ কোথাও বাঁধা দেয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি; যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন এই ইস্যুতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচী পালন করলেও কোথাও ভাস্কর্য বিরোধী কোন কর্মসূচীর উপর তারা চড়াও হয়নি। হামলা করেনি। তাহলে যুবলীগ-ছাত্রলীগ খুব ভদ্রতা ও নম্রতার পরিচয় দিচ্ছে?

আমার মনে হয়েছিল, দেশে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ যথেষ্ট পরিমাণে বিরাজমান বলে ভাস্কর্য ইস্যুতে মাঠ গরম করতে পেরেছে ইসলামপন্থীরা। মহাসচিব কহিলেন ভিন্ন কথা। বাইডেন বসতে যাচ্ছেন আমেরিকার মসনদে। তাকে বুঝাতে হবে যে, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে। এই কারণে আরো অনেকদিন ক্ষমতায় থাকা লাগবে। মৌলবাদীদের ‍উত্থান হয়েছে কি-না এমন প্রমাণ বাইডেন তো চাইতেই পারেন। বাংলাদেশস্থ আমেরিকার দূতাবাস এখন থেকে কাটিং রেডি করে রাখছে। ভারত, চীনসহ আরো বিভিন্ন দেশকেও বুঝাতে হবে যে, বাংলাদেশে মৌলবাদ এখানো শেষ হয়ে যায়নি। বরং নতুন করে উত্থান ঘটছে। এই কারণে আরো বহু দিন ক্ষমতায় থাকতে হবে মৌলবাদ দমনের জন্য।
আচ্ছা, দেশে কি শেখ সাহেবের ভাস্কর্য এই প্রথম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে? ইতোমধ্যে বহু জায়গায় বহু ভাস্কর্য রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বহু বছর থেকে বহু ভাস্কর্য বিদ্যমান থাকা সত্ত্বেও হঠাৎ করে ইস্যুটি সামনে আসলো কেন? আলেম-উলামাদের ধন্যবাদ জানাই, তারা ইসলামের জন্য সরব হয়েছেন। দুনিয়া ও আখিরাতে তারা অনেক ফায়দা পাবেন।

ভাস্কর্য কী এবং কেন – এমনতর প্রশ্ন যদি আপনার মাথায় এসে যায় তবে আপনি ভাস্কর্যের দেশ বলে পরিচিত ইতালি থেকে ঘুরে আসতে পারেন। রোমান ক্যাথালিক খ্রিস্টানদের তীর্থভূমি ভ্যাটিকান সিটিতে যেসব ভাস্কর্য রয়েছে সেগুলো দেখলে আপনি তিরমি খেতে বাধ্য হবেন। আর আপনি যদি ইসলাম ধর্মের একজন গোড়া অনুসারী হন, তবে কিছু কিছু ভাস্কর্য দেখার পর আপনার মনে মধ্যে যেসব প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা আমার মতো ক্ষুদ্র লেখকের পক্ষে কলমও কালি দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব নয়।

মহাকালের বিভিন্ন গল্পকথা কাহিনী এবং রহস্যময় বিষয়াদি যা নিয়ে মানব মনে ভয়- ঘৃণা – লোভ – আকর্ষণ ইত্যাদির রসায়ন সৃষ্টি হয় সেগুলোতে কল্পনার রঙ মিশিয়ে কোনো ভাস্কর্য যখন পাথর- কাঠ – ধাতু ইত্যাদির – সাহায্যে প্রশ্নবোধক কিছু নির্মাণ করেন কেবল তখনই তাকে ভাস্কর্য বলা হয়। ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আপনার মনে যদি কোনো প্রশ্নের উদ্রেক না হয় – আপনি যদি সেই প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম না হন এবং সেই প্রশ্নের জবাব পাওয়ার পর যদি আপনি আশ্চর্য বোধ না করেন তবে কোনো অবস্থাতেই সেটিকে ভাস্কর্য বলা যাবে না। আপনি সেটিকে বড় জোর মূর্তি – প্রতিমূর্তি অথবা কাঠামো বলতে পারেন।

উল্লিখিত অবস্থার প্রেক্ষাপটে আপনি যদি পৃথিবীর নামকরা ১০০টি ভাস্কর্য পর্যবেক্ষণ করেন তবে দেখবেন, যার সর্ম্পকে নির্ভুল ঐতিহাসিক দলিল রয়েছে এবং যার ছবি – প্রতিচ্ছবি বা মূর্তি রয়েছে তাকে নিয়ে কোনো ভাস্কর্য তৈরি করা হয়নি । এমনকি যেসব পশুর আচার-আচরণ চরিত্র এবং আকৃতি সর্ম্পকে বিজ্ঞান
একটি অনুসিদ্ধান্তে পৌঁছে গেছে সেগুলো নিয়েও কোনো ভাস্কর্য নির্মাণ করা হয়নি ।

# লেখকঃ নির্বাহী সম্পাদক দৈনিক আপন | বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট | ও সদস্য ডিইউজে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম