নিজস্ব প্রতিবেদক
উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নাস্তিক এবং রামবামরা যারা মদিনার কথা শুনতে পারে না তারাই মূলত আমার নামে মামলা করেছে। ওদের দুষমন আমি নই, বরং মদিনা এবং মদিনাওয়ালাই ওদের দুষমন। এজন্য মদিনা এবং মদিনাওয়ালার কথা শুনামাত্রই ওদের শরীরে আগুন ধরে যায়। সুতরাং মদিনার কথা যারা শুনতে পারে না এদেশে তাদের থাকার কোনোই অধিকার নেই।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জামেয়ার দারুল হাদিসেে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে দরস দানকালে তিনি এসকল কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, মদিনার সনদে দেশ চলবে আমার আগে একথা বলেছিল মাননীয় সরকার। তার কথার সূত্র ধরেই আমি বলেছিলাম যে, মদিনার সনদে দেশ চললে দেশে শান্তি শৃঙ্খলা আসবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে দেশ চলবে। সুতরাং এই কথা বলার কারনে আমি যদি রাষ্ট্রদ্রোহি হই এবং আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, তাহলে একই কথা বলার কারনে আমার আগে রাষ্ট্রদ্রোহি হলো মাননীয় সরকার। এবং আমার আগে তার নামেও রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ।
এরপর তিনি বলেন, মদিনার মোহাব্বত এবং মদিনাওয়ালার ভালোবাসায় মদিনার সনদে দেশ চললে দেশে শান্তিশৃঙ্খলা আসবে – এই বাস্তব সত্য কথা বলার কারনে শুধু জেলে কেন, যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় তাতেও আমি রাজি, ইন-শা আল্লাহ!