শ্যামল বাংলা ডেক্স
আমি তুরস্কে পড়াশুনা করি, এর পাশাপাশি অলিভ অয়েল (জাইতুন তেল) নিয়ে কাজ করতেছি। তুরস্ক থেকে অলিভ অয়েল দেশে নিয়ে যাই ও পাইকারি সেল দেই।
অলিভ অয়েলকে তরল সোনা বলা হয়ে থাকে। তুরস্ক অলিভ অয়েলের জন্য বিশ্বের মধ্যে সমৃদ্ধ দেশ গুলোর মধ্যে একটি। এবং তুরস্কের অলিভ অয়েলের গুণগত মান বিশ্বজুড়ে সমাদৃত। এখন শীতকাল চলে এসেছে অলিভ অয়েল (জাইতুন তেল) যে কত উপকারী তা প্রায় সবারই জানা আছে। যারা অলিভ অয়েল নিয়ে কাজ করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
পণ্যের (অলিভ অয়েল) সাধারণ কিছু বর্ণনাঃ
★ ১০০% হালাল, অরগানিক, এক্সট্রা ভার্জিন তার্কিশ পণ্য।
★ ফার্স্ট কোল্ড প্রেস ( কোল্ড প্রেস হল তাপমাত্রা ঠান্ডা রেখে জাইতুন ফল থেকে জাইতুন তেল বের করা। যাতে গরম তাপমাত্রায় প্রাকৃতিক মান নষ্ট না হয়।)
★ এসিডিটির পরিমান ( অলিভ এসিড) ০.৮% সাথে এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ, বি, ডি, ই।
★ সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত।
★ আকর্ষণীয় মোড়ক।
★ আকর্ষণীয় বাজার মূল্য।
★ এ ছাড়াও ২৫০ মিগ্রা, ৫০০ মিগ্রা ও ১ লিটারের ভিন্ন ভিন্ন সাইজের বোতল।
খুচরা ক্রয়ের জন্য Mim’s Home Product এখানে যোগাযোগ করতে পারেন।
আগ্রহ দেখানোর জন্য সকলে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সবার কাজের মধ্যে বরকত বাড়িয়ে দিক।