সাহাদত হোসেন খান|
বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভূমিকা নিন্দনীয় হলেও ভারতে প্রশংসনীয়। ভারতের আহলে সুন্নাত ওয়াল জামায়াত আদালতে বিতর্কিত নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করার ঘোষণা দেয়। ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, আমরা সংবিধান বিরোধী কোনো আইন মানবো না। আমরা হয় মরবো নয়তো মারবো। তিনি বলেন, সরকার শরণার্থীদের কাছে নাগরিকত্ব প্রমাণে কাগজপত্র চাইছে। যাদের চাল নেই, চুলো নেই তারা কাগজপত্র দেবে কোথা থেকে। সরকারের উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের মগজে এ কথা ঢুকিয়ে দেয়া যে, মোগল সম্রাটরা হিন্দুদের মেরে কুটে শেষ করে দিয়েছে। তাই মুসলমানদের হত্যা করে প্রতিশোধ নিতে হবে। হিন্দুদের মনে মুসলিম বিরোধী মনোভাব জাগিয়ে তুলে বিজেপি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে।
পীরজাদা আব্বাস সিদ্দিকী তার মুরিদদের এক সমাবেশে বাঘের মতো গর্জন করে বলেন, পুলিশকে আমরা সম্মান করি। কিন্তু পুলিশ দলীয় ক্যাডারের মতো আচরণ করলে আমরা তাদের ইউনিফর্ম খুলে ফেলবো এবং তাদের টুটি ছিঁড়ে ফেলবো। তিনি প্রত্যেক মুসলিম গ্রাম থেকে তার কাছে ৩০ জন করে তরুণ পাঠাতে বলেন। আব্বাস সিদ্দিকী জানতে চান, রাজনীতি কি হারাম? উপস্থিত জনতা হ্যাঁসূচক জবাব দেয়। তিনি বলেন, মুসলমান ও দলিতদের অধিকার রক্ষা এবং সংবিধানের পক্ষে দাঁড়ানো যদি রাজনীতি হয় তাহলে আমি সেই রাজনীতি করবো। আব্বাস সিদ্দিকী বিজেপি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিতর্কিত নাগরিক সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কলকাতা অবরোধ করবো। তিনি বলেন, ব্যাংকক বিমান বন্দর ১০দিন অবরোধ করে রাখা হয়েছিল। মুসলিম বিরোধী আইন প্রত্যাহার করা নাগাদ আমরা কলকাতা বিমান বন্দর অবরোধ করে রাখবো।
পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই পীরজাদা তোহা সিদ্দিকীও অনুরূপ মতামত ব্যক্ত করেন। লুঙ্গি পরিহিত বাঙ্গালিদের অগ্নিসংযোগের অভিযোগ খ-ন করে তিনি বলেন, লুঙ্গি শুধু আমরা নই, মোদিও লুঙ্গি পরেন। তিনি জানতে চান, মোদি আন্ডারপ্যান্ট পরে ঘুমাতে যান কিনা।
(লেখাটি আমার ‘আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ’ থেকে নেয়া। বইটি প্রকাশ করছে আফসার ব্রাদার্স।)