আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তে গাইবান্ধায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। আর করোনার ভাইরাসের রেজাল্ট মিলবে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই । আজ স্বাস্থ্য মন্ত্রীর উদ্বোধনের পর পরেই আজ শনিবার সকালে ১১টা ২০ মিনিটে গাইবান্ধা সিভিল সার্জন অফিস চত্বরে অবস্থিত অ্যান্টিজেন পরীক্ষাগারে প্রথম দিন ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, অ্যান্টিজেন পরীক্ষার জন্য ৫শ’ কিট আনা হয়েছে। রোগীর সংখ্যা অনুযায়ী পরবর্তীতে আরও কিট আনা হবে। নমুনা সংগ্রহের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানানো সম্ভব হবে।
মানুষের শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে কারো শরীরে করোনার ভাইরাস রয়েছে কীনা তা শনাক্ত করা যায়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরীক্ষা করোনার র্যাপিড টেস্ট নামেও পরিচিত। তবে সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিলেও অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়নি।
গাইবান্ধা আধুনিক সদও হাসপাতালের তত্বাবধায়ক ডা. আসাদুজ্জামান জানান, এই সুবিধা দেশের ১০ জেলাগুলোর মধ্যে গাইবান্ধা পেল। এতে করে জেলার মানুষজন আগে যে ভোগান্তিতে পড়তো এবং টেস্টেও ফলাফল নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হবে না।