1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দারুস সালামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জায়গা দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন হালদা নদীর পরিবেশ ধ্বংস করছে অবৈধ ইটভাটা মাগুরায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস উদযাপন দেখার কেউ নেই,অসহায় রেলওয়ে কর্তৃপক্ষ’ শ্রীপুরে রেলের জমি দখলের মহোৎসব চলছেই!পৌর ড্রাইভার মাইন উদ্দিনের খুঁটির জোর কোথায়! বছরের প্রথম প্রহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নতুন বছরকে বরণ করলো জাতীয়তাবাদী সাইবার ইউজার দল খুটাখালীতে বাংলাদেশ কমার্স ব্যাংকে কেক কেটে নববর্ষ উদযাপন  ঠাকুরগাঁওয় সাংবাদিক মজিবুর রহমান শেখ মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ “” রাত ১২:০০ বাজলেই শুরু হবে নতুন দিন, নতুন সময়,নতুন বছর”” মাগুরায় খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দারুস সালামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জায়গা দখলের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৪ বার

নিজস্ব প্রতিবেদক :
বিজ্ঞ যুগ্ন ২য় জেলা জজ আদালত গত ০৮/১২/২০২০ ইং তারিখে কাজী মুশফিকুর রহিম (রবিন) এর আদালত ১৯০৮ এর ১৫১ নং বিধি মোতাবেক সরকারি দারুসসালাম স্কুলের পাশে জহুরাবাদ মৌজার এ জায়গায় স্থিতাবস্থা জারী করে। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করা হলেও স্থানীয় দারুসসালাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী শনিবার সকাল ১০. ৩০ মিনিটে এমন হামলা চালায় বলে জানা গেছে। এসময় জমিতে থাকা মামলা ও আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড ভাঙচুর করে এবাহিনী।

সরেজমিনে দেখা যায়, ইসলাম ভাই না বললে কাজ চলবে বলেও হুঁশিয়ারি দেন শিশু একাডেমীর কর্মকর্তারা। একই জমি একবার ওয়াকফ এস্টেট ও বাংলাদেশ শিশু একাডেমীর নামে বরাদ্দ দেয় ঢাকা জেলা প্রশাসক। সিএস. ও এস এ রেকর্ড মোতাবেক জায়গাটি ব্যক্তির থাকলেও আর এস জরিপ এর সময় তাহা কবরস্থানের জায়গা বলে এক নম্বর খতিয়ানভুক্ত করা হয়। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা নির্ধারণ শেষ হলে ঐ জায়গাটি কাজে না লাগায় তা পরিত্যক্ত ঘোষণা করে সরকার।

অনুসন্ধানে জানা গেছে, সিএস ও এস খতিয়ান ১১ আর.এস খতিয়ান ২৬৭ ও মহানগর সিটি জরিপে ৭৬৪ নং দাগের ৪ একর ৪৫ শতাংশ জায়গা এটি। এ দাগের অবশিষ্ট ৩. ২২৮ একর জায়গাটি ২৮/০৯/২০০২ সালে ১৯৩৫ সালের এস এ ম্যানুয়ালের ৫৩৪ বিধির ১১৩২৮/০৯ নম্বর বিধি মোতাবেক মোকদ্দমার আদেশ মতে এ খতিয়ানের ৪৬২ নং দাগের (খ) কলামে ০১০৮ এর স্থলে ০১৮০ হইয়া ১ নং খাস খতিয়ান হতে সংশোধিত আকারে ৭৬৪ নং দাগটি সৃষ্টি হয়। ১৫/০১/২০০৯ ইং সালে আইন উদ্দিন হায়দার ওমরুন নেছা ওয়াকফ এস্টেট এর মোতায়ালী আবুল কালাম আনসারী (জামাল) এর আবেদনের ভিত্তিতে ৩.০২৮ একর জায়গাটি বরাদ্দ পাই। আবার একই জমি ১৯/০৪/২০১৫ ইং সালে বাংলাদেশ শিশু একাডেমী জেলা কার্যালয় তৈরি করতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের আবেদনে আবারও ০৭/১২/২০১৬ ইং সালে শিশু একাডেমীর নামে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত দেন জেলা প্রশাসক। যার দলিল নং ৪৭৫৭। ২৪/০১/২০১৬ ইং তারিখে তারা এই জমির নামজারি ও করে নেয় এবং নতুন ১২২৮ নম্বর খতিয়ান সৃষ্টি হয়। এ দাগের ৭৬৩ নাম্বারে থাকা সরকারি দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয়ের নামে ১৯.৬০ শতাংশ বরাদ্দ থাকলেও তারা ১.০ একরের বেশি জায়গা দখল করে।

এ ব্যাপারে সি এস ও এস এ রেকডিয় মালিক দীন ইসলাম, দেলোয়ার হোসেন খান জানান আদালতে আমরা ৪৯০ নাম্বার একখানা দেওয়ানী মামলা করেছি। এর দাগের জায়গার সরকারি একোয়ার ভুক্ত না হলেও একটি মহল অপপ্রচারের মাধ্যমে তাদের দখলের অশুভ পাঁয়তারা করছে। অন্যদিকে সি.এস ও এস রেকর্ড এর সময় জমির শ্রেণী ডোবা দেখালেও আর.এস রেকর্ডে তা পরিবর্তীত হয়ে কবরস্থান হয়। আবার সিটি জরিপ হলে এ জায়গার শ্রেণি পরিবর্তন হয় তা ডোবা দেখানো হয় যদি বোবা হয়ে থাকে তা কবরস্থান হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেন মামলার বাদী পক্ষ।

এ ব্যাপারে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাইনবোর্ড ভাঙ্গার প্রশ্নই আসে না। জমির ঝামেলার বিষয়ে শিশু একাডেমির মহিলার সাথে আমি স্পটে গিয়েছিলাম। কিন্তু জমি দখলের জন্য নয়।

তিনি আরো বলেন, আসলামুল হক এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে যারা সাইনবোর্ড লাগিয়েছে এখন শুনতেছি এই জমি তাদের। যদি এই জায়গা সরকারের হয় তাহলে তোমরা সরকারের পক্ষেই থাকো। এর বাহিরে কোন কিছু করার প্রয়োজন নাই।

এ ব্যাপারে দারুস সালাম থানার এস আই রেজাউল করিম বলেন, আদালতের নিষেধাজ্ঞার তারিখ পর্যন্ত দুই পক্ষের কোনো পক্ষ ঝামেলা করতে না পারে ও জায়গার উপরে কোন ধরনের কাজ না করতে পারে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম