1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক : সাহাদত হোসেন খান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক : সাহাদত হোসেন খান

সাহাদত হোসেন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৩ বার

মুজিববর্ষ উপলক্ষে ধোলাইপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেয়ায় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। দোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অক্টোবরের শুরু থেকে ইসলামী দলগুলো প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। স্পর্শকাতর হওয়ায় আলেমরা সতর্কতার সঙ্গে প্রতিবাদ করে যাচ্ছিলেন। সবাই ভাস্কর্যের বিরোধিতা করছিলেন। কেউ বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি করেননি। তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেননি। জাতীয় নেতা হিসেবে তাকে স্মরণীয় করে রাখার জন্য ভাস্কর্যের পরিবর্তে বিকল্প প্রস্তাব দেয়া হয়। আলেম সমাজ বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের পরিবর্তে আল¬াহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান। এ দাবিতে ২০২০ সালের ১২ অক্টোবর বাংলাদেশ ইমাম মুসলি¬ ঐক্য পরিষদ ধোলাইপাড় চত্বরে গণজমায়েত করে। তবে বিষয়টি আলোচনায় আসে ২০২০ সালের ১৩ নভেম্বর ঢাকার গে-ারিয়ার ধূপখোলার মাঠে তৌহিদী জনতা ঐক্যপরিষদের সমাবেশে। এ সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। ঢাকায় একটি সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটানো হবে এবং ভাস্কর্য ছুঁড়ে ফেলে দেয়া হবে। তার এ বক্তব্যে আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয়। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
দেশে একের পর এক ভাস্কর্য
বাংলাদেশে ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণ নতুন নয়। ১৯৭৪ সালে সিরাজ সিকদারের আপন বোন শামিম সিকদার কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করেন। ১৯৮৮ সালে তিনি টিএসসির মোড়ে নির্মাণ করেন ‘স্বোপার্জিত স্বাধীনতা।’ এছাড়া আছে অমর একুশ, জননী ও গর্বিত বর্ণমালা, মোদের গর্ব, রাজু ভাস্কর্য, স্বাধীনতা সংগ্রাম, অপরাজেয় বাংলা, সংশপ্তক ইত্যাদি। ২০১০ সাল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু হয়। ২০১০ সালের ১৬ মার্চ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হয়। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ২৯ জুলাই চট্টগ্রাম মহানগরের হালিশহর বড়পোল মোড়ে স্থাপিত হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ।’ মুজিববর্ষ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে তার ২৬ ফুট উচুঁ ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেয়া হয়। রাঙ্গামাটির প্রবেশদ্বারে আছে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ভাস্কর্য। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভাস্কর্য উদ্বোধন করেন। ঢাকায় জাতীয় প্রেসক্লাব ও বরিশাল প্রেসক্লাবেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কুষ্টিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জেও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউজ লাগোয়া জিয়া স্মৃতি জাদুঘরের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ২০০৬ সালে অর্ধকোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়। এ ভাস্কর্য রক্ষাসহ জিয়া স্মৃতি জাদুঘরে ২০২০ সাল নাগাদ ১৪ বছরে অন্তত ৩০ কোটি টাকা ব্যয় করা হয়। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের নামে এ ভাস্কর্যটি স্থাপন করেন এবং নয়া আঙ্গিকে ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর সংস্কার কাজের উদ্বোধন করেন। বিএনপির এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি মোড়ে জিয়ার আরেকটি ভাস্কর্য বসান। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বাংলা একাডেমিতে বর্ধমান হাউজের সামনে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য শোভা বর্ধণ করছে। ময়মনসিংহে মহিলা টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনে গ্রীক দেবী ভেনাসের স্বল্পবসনা ¯œানরত একটি নগ্ন মূর্তি শোভা পাচ্ছে। মহিলারা এ অশ্লীল মূর্তি দেখে লজ্জা পায়। তবে অবাক করার মতো বিষয় হলো যে, ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে ইসলামপন্থীদের বিক্ষোভ দান বেধে উঠলেও অতীতে গ্রীক দেবী থেমিস এবং লালনের ভাস্কর্য ছাড়া আর কারো ভাস্কর্যের বিরুদ্ধে কখনো কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। কোনো গোলমাল হয়নি। কিন্তু প্রশ্ন হলো এবার কেন।
বাংলাদেশে প্রথম ভাস্কর্য বা মূর্তি বিরোধী আন্দোলন হয় ১৯৭৭ সালে। তখন ঢাকার জিপিওর দক্ষিণ-পশ্চিম দিকে গোলচত্বরে একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এতে আইডিএল নেতা মাওলানা মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে এদেশের ওলামা-মাশায়েখ ও জনগণ ভাস্কর্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অবশেষে সরকারের নির্দেশে রাতের অন্ধকারে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা না দেয়ায় অনেকের খটকা লাগে। এমন একটি বৈপরিত্য ধরা পড়ায় ২০২০ সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। যেন এ আন্দোলন ছিল এককভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে। দেশবাসীকে বুঝানো কঠিন হয়ে ওঠে যে, এ আন্দোলন ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। ২০০৮ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরে লালনের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছিল। সে সময় ধর্মীয় দলগুলোর বাধার মুখে তা সরিয়ে নেয়া হয়। ২০১৭ সালে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রীক দেবী থেমিসের মূর্তি স্থানান্তর করা হয়। রাত ৪টার দিকে ভাস্কর্যটি সরানোর কাজ শেষ হয়।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর
গোলাযোগের মধ্যে ২০২০ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মীয়মাণ ভাস্কর্য ভাঙচুর করা হয়। সিসিটিভির ফুটেজে দুজনের ছবি ধরা পড়ে। তাদের পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও মুজিব কোট। পরে শোনা যায় যে, তারা মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। তারা দাবি করে যে, মুফতি ফয়জুল করিম ও মাওলানা মামুনুল হকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। স্পষ্ট বুঝা যাচ্ছিল যে, ভাস্কর্য বিরোধী আন্দোলনকে নস্যাৎ এবং এ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। প্রশ্ন দাঁড়ায় মাদ্রাসা ছাত্র হলে তাদের পরনে মুজিব কোট থাকবে কেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুজন লোক ডানে বামে না তাকিয়ে সোজা লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের কোনো ভয় ডর ছিল না। স্বচ্ছন্দগতিতে হেঁটে হেঁটে উপরে ওঠে। তাদের হাতে কিছু ছিল না। জায়গায় পৌঁছে তারা ভাস্কর্য ভাঙচুর করার সাজসরঞ্জাম পেয়ে যায়। সিসিটিভি সক্রিয় অবস্থায় ঘুরে ঘুরে তাদের ছবি ধারণ করে। এমন অদ্ভুত কা- কেউ কখনো দেখেনি।
ধোলাইপাড়ের ভাস্কর্য
চলমান উত্তেজনার মধ্যেই ভাস্কর্যটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। ভাস্কর্যটি চীন থেকে তৈরি করে আনা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে সেখান থেকে মাওয়ার পথে কয়েক মিনিট গাড়ি চালিয়ে গেলে চোখে পড়বে উঁচু গোলাকার মঞ্চের মতো বেশ বড় একটি জায়গা কাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। যে কাঠামোটি কাপড়ে ঢাকা তার উচ্চতা চার তলার মতো। ঢাকার দক্ষিণে ধোলাইপাড় মোড়ে এই ভাস্কর্যটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ।
আলেম-ওলামাদের অবস্থান
ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন দানা বেধে উঠার জন্য আলেমদের দোষারোপ করা হয়। ধোলাইপাড়ে দুদিকে দুই মসজিদের মাঝে ভাস্কর্য নির্মাণের আয়োজন দেখে আলেমরা প্রতিবাদ করেছেন। কী করলে তারা ভালো করতেন? তাবলীগ জামায়াতের মতো নীরব দর্শক সাজলে? ইসলাম পরিপন্থী মনে হলে আলেমরা চুপ থাকতে পারেন না। তারা যথার্থ কাজ করেছেন। কিন্তু পরিস্থিতিকে জটিল করে তুলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। তিনি হিন্দুদের পূজায় গিয়ে আলেমদের ঘাড় মটকে দিতে না বললে সব আলেম ক্ষেপতেন কিনা সন্দেহ। তার এ উক্তি হচ্ছে এ সংকটের জন্য দায়ী। আমাদের ক্ষমতাসীনরা আল¬াহকে ভয় পায় না। তারা শিরকের উপাদান ভাস্কর্যকে হালাল বলছিল। ক্ষমতার জোরে আলেম সমাজের আপত্তি তুড়ি মেরে উড়িয়ে দেয়। আল¬াহর কাছে তাদের যেতে হবে। তার সামনে কি গোঁজামিল দেয়া যাবে? আলেমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেন যে, মুসলিম মৃত ব্যক্তির জন্য ভাস্কর্য নির্মাণ করা হলে তার কবরে আজাব হবে। ভাস্কর্যের পরিবর্তে মসজিদ অথবা মিনার নির্মাণ করা হলে মৃত ব্যক্তি কবরে সওয়াব পাবেন। তারা আরো বুঝানোর চেষ্টা করছিলেন যে, রাজনৈতিক পটপরিবর্তন হলে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মর্যাদা রক্ষা করা নাও হতে পারে। হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী ২৬ নভেম্বর জামেয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় আলেমদের এক জরুরি সভায় প্রাণী বা মানবমূর্তি নির্মাণ বন্ধের দাবি জানান। চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ধোলাইপাড়ে এক সমাবেশে বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের চক্রান্ত তৌহিদী জনতা রুখে দেবে। রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি স্থাপনের অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। সরে না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করার হুঁশিয়ারি দেন এবং আল¬াহর ৯৯ নাম খচিত একটি মিনার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরামর্শ দেন।
একই দিন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন তার আত্মার সঙ্গে গাদ্দারি করার শামিল। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।
২৭ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেন, কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিঁচড়ে ফেলে দেয়া হবে। আল¬ামা জুনাইদ বাবুনগরীর প্রশংসা না করলে তার প্রতি অন্যায় করা হবে। লোকটি বৃদ্ধ। কিন্তু কঠিন কথা উচ্চারণ করেন। বলেছেন, রসূলের (সাঃ) সুন্নাহ বাস্তবায়নে প্রয়োজনে মাথা থেকে কাপড়ের টুপি ফেলে দিয়ে লোহার টুপি পরতে হবে। বাবুনগরী এ কথার মধ্য দিয়ে আসলে জেহাদ ঘোষণা করেন।
তিন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
আদালত হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এবং চরমোনাইয়ের পীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা তদন্তের নির্দেশ দিয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২০২০ সালের ৭ ডিসেম্বর সোমবার দুটি মামলার আবেদন করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মাওলানা জুনায়েদ বাবুনগরী, সৈয়দ ফয়জুল করিম এবং মামুনুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করেন। অন্যদিকে, শুধু মামুনুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বক্তব্য দেয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। আদালত দুটি মামলা তদন্ত করে ৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট দাখিলে পিবিআইকে নির্দেশ দেয়।
মামলায় বলা হয়, মাওলানা মামুনুল হক ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এক আলোচনাসভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, লাশের পর লাশ পড়বে। তবু বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেয়া হবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। মূর্তি স্থাপন বন্ধ করুন। যদি আমাদের আবেদন মানা না হয় তাহলে তৌহিদী জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম হবে।
একই দিন সৈয়দ ফয়জুল করিম ধোলাইখালের কাছে গেন্ডারিয়ায় বলেন, আন্দোলন করবো, সংগ্রাম করবো, জেহাদ করবো। রক্ত দিতে চাই না। রক্ত দেয়া শুরু হলে বন্ধ করবো না। রাশিয়ায় লেনিনের ৭২ ফুট লম্বা মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করে শেখ সাহেবের এই মূর্তি আজ হোক, কাল হোক খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।
মাওলানা জুনায়েদ বাবুনগরী হাটহাজারীতে বলেন, মদিনা সনদে যদি দেশ চলে তাহলে কোনো ভাস্কর্য থাকতে পারে না। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভাস্কর্য নিমাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে এবং এ ভাস্কর্র্য ছুঁড়ে ফেলা হবে।
বাদী আমিনুল ইসলাম বুলবুল বলেন, মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেণি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
মুজিব মিনার নির্মাণের প্রস্তাব
আলেমরা ভাস্কর্যের পরিবর্তে আল¬াহর ৯৯ নাম খচিত মুজিব মিনার নির্মাণের প্রস্তাব দেন। সেই সঙ্গে ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলেও মতামত দেন। ২০২০ সালের ৪ ডিসেম্বর যাত্রাবাড়ি মাদ্রাসায় ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে পাঁচ দফা প্রস্তাব তৈরি করা হয়। এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানানো হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলে আলেমদের আলোচনা। বৈঠক শেষে পাঁচ দফা প্রকাশ করা হয়। এতে বলা হয়,
(১)যেকোনো উদ্দেশ্যে তৈরি করা হোক না কেন, ইসলামে মানবমূর্তি ও ভাস্কর্য কঠোরভাবে নিষিদ্ধ। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামী বিধানমতে ছবি মাত্রই হারাম। পূজা করা হলে শিরিক। পূজা করা না হলেও হারাম। কোনো মহৎ ব্যক্তি ও নেতার মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরিয়তসম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির রুহের কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা ৯২ শতাংশ মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন-সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত। (২) নবী করিম (সা.) এর অবমাননা, বিষোদগার, ব্যাঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উসকানিমূলক কর্মকা- বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবীর (সা.) প্রতি অবমাননাকর আচরণের প্রতি কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক। (৩) বিগত দিনে দ্বীনি আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান এবং মামলা প্রত্যাহার করা হোক। (৪) শব্দদূষণ ও জনদুর্ভোগের জন্য সাধারণ শব্দদূষণ ও উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে প্রশাসনিক উদ্যোগ না থাকলেও কেবল ওয়াজ-মাহফিল নিয়ে শব্দদূষণের অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত। ওয়াজ-মাহফিলের সুযোগ দিতে হবে। (৫) আলেমদের বিরুদ্ধে বিষোদগার ও দায়িত্বহীন আচরণ বন্ধ করতে হবে।
আলেমরা বলেন, বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখা যাবে না। কোরআন ও হাদিসে যা বলা আছে তা থেকে একবিন্দুও সরা যাবে না। তবে আলেমরা বিকল্প প্রস্তাব হিসেবে আল¬াহর ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব করেন। আলেম-ওলামারা অতীতে আর কোনো ইস্যুতে এমন ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে পারেননি। অতীতে এক মাওলানা আরেক মাওলানার গিবত করতেন। দলাদলি করতেন। কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে সবাই একই ভাষায় কথা বলছিলেন। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামায়াত-ও। মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষে কেউ ছিল না। সবাই মাওলানা মামুনুল হককে সমর্থন করছিলেন। মুফতি রেজওয়ান রফিকীর জ্বালাময়ী ওয়াজে রক্তে তোলপাড় উঠেছিল। সত্যি বাংলা যেন ঘুমন্ত সিংহ। কে যেন খোঁচা মেরে জাগিয়ে দিয়েছিল। ইসলামের সঙ্গে বাতেলের সংঘর্ষ চিরন্তন। ভাস্কর্য নির্মাণ প্রশ্নে আমাদের দেশে এ সংঘর্ষ শুরু হয়। ইসলামের পক্ষে অবস্থান নেয়ায় আমাদের আলেম সমাজকে বাতেল শক্তি চোখ রাঙ্গাচ্ছিল। মূর্তিপূজারী ছাড়া সবাই ছিল ইসলামের পক্ষে। অতীতে যে যাই বলুক যাই করুক, সবার কন্ঠে ছিল এক আওয়াজঃ ইসলাম ছাড়া অন্য কিছু মানি না।
রোষানলে মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেছিলেন তাই নয়, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য সরিয়ে ফেলতে বিএনপির প্রতি আহবান জানান। তিনি স্পষ্টাক্ষরে জানিয়ে দেন যে, আল্লাহর রসূলের ভাস্কর্য নির্মাণ করা হলে আমরা গুঁড়িয়ে দেব। আমার বাবার ভাস্কর্য বানানো হলেও গুঁড়িয়ে দেবো। মাওলানা মামুনুল হক ব্যক্তিগত আকাক্সক্ষা অথবা শত্রুতা থেকে ভাস্কর্য কিংবা মূর্তি নির্মাণের বিরোধিতা করেননি। কোরআন ও হাদিসের স্পষ্ট নির্দেশনা থেকে তিনি কাজ করেছেন। কোনো সচেতন মানুষের পক্ষে তার বিরোধিতা করা সম্ভব ছিল না। কিন্তু মামুনুল হকের ছবিতে শিশু বাচ্চাদের প্রশ্রাব করার দৃশ্য দেখে জাতি স্তম্ভিত হয়ে যায়। শিশুরা কি নিজের ইচ্ছায় এমন ঘৃণিত কাজ করতে পারে? কে তাদেরকে এমন জঘন্য উস্কানি দিয়েছিল? ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে আলেমদের লক্ষ্য করে তিনি বলেছিলেন, দিনের বেলা আসিস। ঈমানি শক্তি দেখিয়ে দেবো।
মুক্তিযুদ্ধ মঞ্চ
মুক্তিযুদ্ধ মঞ্চ মামুনুল হককে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায় এবং শ্লোগান দেয়, বাবুনগরীর দুই গালে জুতা মারো তালে তালে, চরমোনাইয়ের দুই গালে জুতা মারো তালে তালে। ২০২০ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মানববন্ধনে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ মঞ্চের সাত দফা দাবির মধ্যে ছিল জাতির পিতাকে অবমাননা করার অপরাধে ৭২ ঘণ্টার মধ্যে মামুনুল হককে গ্রেফতার, দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, বিভিন্ন ধর্মীয় সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহ্নিত করা, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সঙ্গীত বাজানো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা।
সমকালে মামুনুল হকের বিরুদ্ধে রিপোর্ট
সমকাল মাওলানা মামুনুল হকের পেছনে ভালো করে লাগে। তিনি নাকি সাত মসজিদ রোডে মাদ্রাসা দখল করেছেন। তার বিরুদ্ধে আর তো বলার মতো কিছু ছিল না। তিনি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেননি। তার বাসায় ৩৮টি ওয়াকিটকি পাওয়া যায়নি। তিনি ২০০ প¬টের মালিক নন। আমরা ২০২০ সালের শেষদিকে এ ধরনের সংবাদ দেখছিলাম। এসব সংবাদের পাশে মাদ্রাসা দখলের কথিত সংবাদ মানায়নি। জায়গায় জায়গায় মাওলানা মামুনুল হকের ওয়াজে বাধা দেয়া হয়। তার ওয়াজের মঞ্চ তছনছ করা হয়। তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এমন দৃশ্য জীবনে দেখা যায়নি।
সরকারি বিরোধিতা
বামপন্থী ওপ্রগতিশীলরা ভাস্কর্য ইস্যুতে সরকারকে সমর্থন দেয়। নতুন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দায়িত্ব গ্রহণের পর ২৯ নভেম্বর প্রথম অফিসে এসে এ প্রসঙ্গে সাংবাদিকদের কাছে তার ব্যাখ্যায় বলেন, বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে। মূর্তি আর ভাস্কর্য এক নয়। তিনি বলেন, ভাস্কর্য মূর্তি হলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে। কয়েনের মধ্যেও আছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি। যারা এ ভাস্কর্য পছন্দ করেন না তারা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান এবং আইনের বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশ কোনো মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনের জায়গা নয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নৌফেল হিন্দুদের পূজায় গিয়ে আলেমদের লক্ষ্য করে বলেন, যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো। ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী আলেমদের লক্ষ্য করে বলেন, যুবলীগের সঙ্গে লড়াই করে দেখেন। এক মিনিট টিকবেন না। উস্তাদ পালিয়ে কুল পাবেন না। কোনো দেশের টাকা পাইছেন।
আল্লামা মামুনুল হকের প্রতি কটূক্তি করার করার আগে মুখ সামলে কথা বলা উচিত ছিল। মামুনুল হকের পরিবারে তিন শো কোরআনে হাফেজ। কয় জনের পরিবারে এমন দৃষ্টান্ত আছে? সরকারি প্রচার মাধ্যম উঠেপড়ে লাগে। প্রমাণ করতে চাইছিল যে, ভাস্কর্য দোষণীয় নয়। দরবারি হাফেজ মাওলানা জিয়াউল হাসান ছাড়া সব ধর্মীয় নেতা ছিলেন মূর্তির বিপক্ষে। কয়েক বছর আগে নিউজ ২৪-এর আলোচনায় মাওলানা জিয়াউল হাসান কাবা শরীফ ও হাজরে আসওয়াকে স্ট্যাচু বা মূর্তি এবং মা আয়েশা সিদ্দিকার (রাঃ) ঘরে মূর্তি ছিল বলে দাবি করেন। এক সপ্তাহ পার হতে না হতে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান ক্ষমা চান। তিনি বলেন, মুখ ফসকে বেরিয়ে যাওয়ায় আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সে জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
উল্লেখ করা প্রয়োজন যে, মা আয়েশা সিদ্দিকার (রাঃ) ঘরে কখনো মূর্তি বা পুতুল ছিল না। ছিল খেলনা (লুআব)। এ খেলনা ছিল কাপড়ের তৈরি। খেলনার মাথা ও পা ছিল। তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। তার কাছে যা কিছুই থাকুক না কেন, বালেগ না হওয়ায় তার ক্ষেত্রে শরিয়তের হুকুম প্রযোজ্য ছিল না। সরকারি আলেমরা দাবি করছিলেন, ভাস্কর্য আর মূর্তি নাকি আলাদা। স্বাধীনতা বিরোধী ও ধর্মব্যবসায়ীরা ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন। হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক অকপটে স্বীকার করছিলেন যে, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস এবং মূর্তি নির্মাতাদের ভাস্কর বলা হয়। আর এক শ্রেণির মুসলিম এ সত্য মেনে নিতে পারছিলেন না। তারা বলছিলেন, ভাস্কর্য হলো নান্দনিক সৌন্দর্য প্রকাশের মাধ্যম এবং তার মধ্য দিয়ে একটি দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। কিন্তু তারা ভেবে দেখে না যে, ইসলামে মূর্তি নির্মাণের সুযোগ থাকলে কোটি মণ স্বর্ণ দিয়ে মহানবীর (সাঃ) ভাস্কর্য নির্মাণ করা হতো। মা আমেনার কবরের চিহ্নও নেই। এ ইতিহাস কে না জানে? তারপরও মুসলমানে মুসলমানে বিরোধ হবে কেন? কোরআনের পৃষ্ঠা সবার জন্য উন্মুক্ত। পৃষ্ঠা খুলে দেখে নিলে মুহূর্তে সমাধান হয়ে যাবে।
ছাত্রলীগের দুই মুজাহিদ
আল্লাহ কখনো কখনো তার কুদরত প্রকাশ করেন। এ জাতির ঘোর দুর্দিনে ক্ষমতাসীন ছাত্রলীগের দুজন নেতা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন। কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। গোটা জাতি তাদের ভূমিকায় সন্তুষ্ট। সবাই সত্যের পক্ষে দাঁড়াতে পারে না। তাদের ভূমিকা আমাদেরকে হযরত উমর (রাঃ) ও মহাবীর খালিদের ইসলাম গ্রহণের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহর রসূল (সাঃ) খালিদকে ‘সাইফুল্লাহ’ বা আল্লাহর তরবারি খেতাব দিয়েছিলেন। আজ আমাদের মাঝে আল্লাহর রসূল নেই। আমি বিশ্বাস করি যে, ছাত্রলীগের এ দুজন নেতা প্রমাণ করেছেন যে, তারা হলেন এ যুগে আল্লাহর তরবারি। তারা যদি নেতৃত্ব দেন তাহলে আমি হাসিমুখে তাদের নেতৃত্ব মেনে নেবো। ভাস্কর্য নিয়ে অসাধারণ একটি স্ট্যাটাস দেয়ায় ঢাবির কবি জসীমউদ্দিন হল শাখার ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কবির হোসেনকে বহিষ্কার করা হয়। তার দল তাকে চিনতে পারেনি। তার প্রতি অন্যায় করেছে। তার স্ট্যাটাসের প্রতিটি শব্দে মুসলিম হিসেবে তার ঈমানের দাবির প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সবাই কবিরের মতো হলে আমি তাদের দলে যোগ দিতাম। কবির হোসেন লিখেন:
‘বিদায় হজ্জের ভাষণে রাসূল (সাঃ) বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি:
(১) আল-কোরআন ও
(২) আমার সুন্নাহ
তোমরা যদি এ দুটি জিনিস আঁকড়ে ধরো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। অথচ আজ আমরা এ দুটির আশপাশে নেই। সুরা ফাতিহা পড়তে ৩২ দাঁতের মাঝে মহাযুদ্ধ বেধে যাবার উপক্রম হয়। শুক্রবার ছাড়া মসজিদের আশপাশে যাওয়া হয় না। উত্তরাধিকারসূত্রে মুসলমান হয়েছি। কোরআন-হাদিসের দুই অক্ষর জ্ঞানও নেই। অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি। হারামকে হালাল বানাচ্ছি। আর হালালকে হারাম। মামুনুল হক যদি কোরআনের ভুল ব্যাখ্যা করে থাকেন তাহলে তার কন্ঠনালী কেটে দাও। আর যদি কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল¬াহ যদি তাকে হারাম করে থাকেন তবে কোন বাপের ব্যাটা তাকে হালাল করার সাহস রাখে? ঈমানদাররা কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ডও অপেক্ষা করবে না। হোক সে মামুনুল হক, মুজিব কিংবা জিয়া। হোক সে আওয়ামী, বিএনপি, বামাতি বা জামাতি।’
ছাত্রলীগের আরেক নেতা বহিষ্কার
ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করা হয়। ২০২০ সালের ৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় খালেদ খান রবিনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২০ সালের ২৪ নভেম্বর খালেদ লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছি। একটা কথা স্পষ্ট হওয়া উচিত যে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করা আর বঙ্গবন্ধুর বিরোধিতা করা এক বিষয় নয়। আর এ একটি কথার জন্য যদি ছাত্রলীগের জন্য দেয়া আমার হাজার দিনের শ্রম এক নিমিষেই শেষ হয়ে যায় তাহলে আলহামদুলিল¬াহ।
দেশের ১০০ শীর্ষ আলেমের ফতোয়া
ভাস্কর্য স্থাপন নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনে কোরআন ও সুন্নাহর আলোকে দেশের দেশের ১০০ শীর্ষ আলেম ও মুফতি ফতোয়া দেন। ২০২০ সালের ৩ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দেশের শীর্ষ উলামা মাশায়েখগণ এক সংবাদ সম্মেলনে এ ফতোয়া দেন। আগের দিন বসুন্ধরায় ইসলামী রিসার্চ সেন্টারে দেশের শীর্ষ মুফতিগণের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠকে এ ফতোয়া তৈরি করা হয়। ফতোয়াটি দুটি প্রশ্নে ভাগ করা হয়। একটি প্রশ্ন ছিল মানুষ বা অন্য কোনো প্রাণীর ভাস্কর্য ও মূর্তি নির্মাণ, স্থাপন ও সংরক্ষণে ইসলামী বিধান কি এবং প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে শরিয়া বিধানের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা। মুফতিগণ সর্বসম্মতিক্রমে রায় দেন যে, কোরআন ও হাদিসের আলোকে মানুষ বা অন্য যেকোনো প্রাণীর ভাস্কর্য অথবা মূর্তি নির্মাণ, স্থাপন ও সংরক্ষণ এবং পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে নাজায়েজ, স্পষ্ট হারাম এবং কঠোরতর আজাবযোগ্য গুণাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তো স্পষ্ট শিরক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরিয়তের দৃষ্টিকোণ থেকে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। কোরআনের দলিল: فَاجۡتَنِبُوا الرِّجۡسَ مِنَ الۡاَوۡثَانِ وَاجۡتَنِبُوۡا قَوۡلَ الزُّوۡرِ ۙ
সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাক এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক। (সুরা হজ্ব, আয়াত ৩০)। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ ও মূর্তিকেন্দ্রিক সব কর্মকা-কে বর্জন করার আদেশ দেয়া হয়েছে।
ফতোয়াটির দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো: কিছু কিছু লোক প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে পার্থক্য করছে এবং প্রাণীর ভাস্কর্যকে বৈধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলছে, ভাস্কর্য ও মূর্তি এক নয়। তাদের দাবি শরিয়া বিধানের দিক থেকে তো এক নয়ই, এমনকি আভিধানিকভাবেও ভুল। কারণ আভিধানিকভাবে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে কোনো বৈপরীত্য নেই। প্রাণীর ভাস্কর্যকে বৈধ করতে গিয়ে এ লোকগুলো যে আয়াতটি পেশ করে তা হলো সুরা সাবার ১৩ নম্বর আয়াত। এতে বলা হয়েছে: یَعۡمَلُوۡنَ لَہٗ مَا یَشَآءُ مِنۡ مَّحَارِیۡبَ وَتَمَاثِیۡلَ وَجِفَانٍ کَالۡجَوَابِ وَقُدُوۡرٍ رّٰسِیٰتٍ ؕ তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজসদৃশ বৃহদাকার পাত্র এবং চুলি¬র উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করতো। (সুরা সাবা,আয়াত ১৩)।
এই আয়াতে বর্ণিত تماثيل তথা ভাস্কর্য নির্মাণের কথাকে কেন্দ্র করে যারা প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলে দাবি করে তারা মূলত এ আয়াতের বিশুদ্ধ তাফসিরকে পাস কাটিয়ে যায়। কারণ বিশুদ্ধ তাফসিরে এ আয়াতে বর্ণিত ভাস্কর্যের উদ্দেশ্য হলো নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য। তবে অনেকে তাকে প্রাণীর ভাস্কর্য বলে দাবি করেছেন। কিন্তু তারা একথাও স্পষ্ট করছেন যে, সোলায়মান (আ.) এর যুগে তা বৈধ হলেও পরবর্তীতে শেষনবী (সা.) এর শরিয়তে এ বৈধতা রহিত হয়ে গেছে। যেমন-ভাই-বোনের পরস্পরের বিয়ে হযরত আদম (আঃ) এর যুগে বৈধ ছিল। আমাদের শরিয়তে ভাই-বোনের বিয়ে রহিত হয়ে গেছে। ভাস্কর্যের পক্ষে আরেকটি দলিল এভাবে পেশ করা হয় যে, সীরাতের ইংরেজি অনুবাদে উলে¬খ আছে যে, মক্কা বিজয়ের সময় মহানবী (সা.) ৩৬০টি মূর্তি ভাঙ্গার অনুমতি দিলেও মাঝে থাকা মেরির ছবি দেখে তাতে হাত রেখে বলেন, এটা তোমরা ভেঙ্গো না। এটি একটি অসত্য বর্ণনা। মহানবী (সা.) এর পবিত্র সীরাত যাদের অধ্যায়ে এসেছে এবং প্রাণীর প্রতিকৃতি তৈরি ও তার বিধানের ব্যাপারে যারা অবগত আছেন তারা এই মিথ্যাচার সহজেই উপলব্ধি করতে সক্ষম। কেননা বিশুদ্ধ হাদিসে কা’বা শরীফের সব মূর্তি অপসারণ ও প্রতিকৃতি মুছে ফেলার কঠোর নির্দেশ প্রমাণিত রয়েছে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ لَمْ يَدْخُلْ، حَتَّى أَمَرَ بِهَا فَمُحِيَتْ، وَرَأَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ بِأَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ ‏ “‏ قَاتَلَهُمُ اللَّهُ، وَاللَّهِ إِنِ اسْتَقْسَمَا بِالأَزْلاَمِ قَطُّ ‏”‏‏.‏
ইবনু ‘আব্বাস (রা.) থেকে বর্ণিত: মহানবী (সা.) যখন কা’বা ঘরে ছবিগুলো দেখতে পেলেন তখন যে পর্যন্ত তার নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। (সহীহ বুখারী, হাদিস নম্বর-৩৩৫২)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعَنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَجَعَلَ يَقُولُ ‏{‏جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ‏}‏ الآيَةَ‏.‏
আবদুল¬াহ্ ইবনু মাসউদ (রা.) বলেন, মহানবী (সা.) যখন (বিজয়ীর বেশে) মক্কায় প্রবেশ করেন তখন কা‘বা শরীফের চারপাশে ৩৬০টি মূর্তি ছিল। মহানবী (সা.) নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন। আর বলতে থাকেন, সত্য সমাগত এবং মিথ্যা বিদূরিত। (সহীহ বুখারী, হাদিস নম্বর-২৪৭৮)
আলেমরা ফতোয়া দেয়ার পরও সরকার সমর্থকরা দাবি করছিলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। বাংলা ও ইংরেজি সব অভিধানে ভাস্কর্য আর মূর্তিকে অভিন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। উইকিপিডিয়াও একই সাক্ষ্য দিচ্ছে। সেখানে প্রথম লাইনে লেখা আছে, এ স্ট্যাচু ইজ এ ফ্রি স্ট্যান্ডিং স্কালপচার।
ঢাবির সাবেক ভিপি নূরুল হক নূর ভাস্কর্য ইস্যুতে আলেমদের নেতৃত্বে চলমান আন্দোলনকে ভুল মনে করছিলেন। তার মতে, সরকার এ আন্দোলনে লাভবান হবে। বিদেশি দূতাবাসগুলোতে বিক্ষোভের ছবি পাঠিয়ে দেখানো হবে যে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটছে এবং এ সরকার ক্ষমতায় না থাকলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে। সন্দেহ নেই যে, বিশ্ব পরিস্থিতি ইসলামের জন্য বৈরি। সরকার বিদেশি দূতাবাসগুলোতে ইসলামপন্থীদের বিক্ষোভের ছবি দেখিয়ে কথিত ধর্মীয় উগ্রবাদ দমনে তাদের সমর্থন চাইতে পারে। এমন আশঙ্কা এক শো বার। তাই বলে কি ইসলামের ওপর আঘাত এলে অথবা ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাত করা হলে নীরব থাকতে হবে? এ ধরনের নীরবতার আরেক নাম মৃত্যু। বিশ্বাস নিয়ে বেঁচে থাকা সম্ভব না হলে মৃত্যুই শ্রেয়। উট পাখির মতো মরুভূমিতে মাথা গুঁজে বাঁচার মধ্যে কোনো গৌরব নেই।
২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলেছিলেন। ইসলামী ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, মদিনা সনদ ও মহানবীর (সাঃ) বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। এই সরকার কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না। তাহলে কোরআনের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে কেন ভাস্কর্য নির্মাণের তোড়জোড় চালানো হচ্ছিল? ভাস্কর্য নির্মাণ কি কোরআন-সুন্নাহ অনুমোদন করে? বিএনপি ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেমদের সমর্থন দিতে ব্যর্থ হয়। দলটি প্রেসিডেন্ট জিয়ার ভাস্কর্য তৈরি করে নিজেদের মুখ নিজেরাই সেলাই করে দিয়েছিল। ভোটাভুটি থাকলে আল্লামা জুনাইদ বাবুনগরী আর চরমোনাইয়ের পীরের গালে তালে তালে জুতা মারার এবং আলেমদের ঘাড় মটকে দেয়ার পরিণাম হতো মারাত্মক। মৃত্যুর সময় আলেম ছাড়া জানাজা হয় না। আলেম ছাড়া জন্মের পর সন্তানের নাম রাখা যায় না।
মুসলিম বিশ্বে ভাস্কর্য
ভাস্কর্যশিল্প একটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রাগৈতিহাসিক যুগ থেকে মূর্তি ও ভাস্কর্য পৃথিবীর ইতিহাস ও সংস্কৃতির গৌরব বহন করে চলেছে। এ থেকে মুসলিম বিশ্বও পৃথক নয়। সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক ও ইরাকের মতো মুসলিম দেশগুলোতেও দৃষ্টিনন্দন ভাস্কর্যের দেখা মেলে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ডেনপাসার এলাকার মূল সড়কে ভাস্কর্য আছে। গোটা দেশ জুড়ে প্রচুর ভাস্কর্য। বালিতে ভাস্কর্যের সংখ্যা বেশি। মালয়েশিয়ার বিখ্যাত ভাস্কর্য হলো ন্যাশনাল মন্যুমেন্ট। ১৯৬৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণে ১৫ মিটার উঁচু এ ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। মালয়েশিয়ার উলে¬খযোগ্য ভাস্কর্যগুলো হলো বাতু কেভসের বিখ্যাত মুরুগান মূর্তি, কুচিং হলিডে ইন হোটেলের সামনে মার্জার মূর্তি এবং কনফুসিয়াসের মূর্তি।
কাতারের সবচেয়ে উলে¬খযোগ্য ভাস্কর্য হলো ‘হারনেসিং দ্য ওয়ার্ল্ড।’ কাতারের রাজধানী দোহায় কাতার সাংস্কৃতিক কেন্দ্রে কাতারা আম্পি থিয়েটারের সামনে স্থাপন করা হয়েছে নারী প্রতিমূর্তির অবয়বের এ ভাস্কর্য। তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য ছাড়াও উলে¬খযোগ্য ভাস্কর্য হলো মর্মর সাগরের পোতাশ্রয়ে অপূর্ব মর্মর মূর্তি, রাজধানী আঙ্কারায় ইন্ডিপেনডেন্স টাওয়ারের পাদদেশে তিন নারী মূর্তি ও আন্তালিয়ায় তুরকান সায়লানের মূর্তি। ইরাকে মার্কিন অভিযানের পর সাদ্দাম হোসেনের ভাস্কর্যগুলো সরিয়ে ফেলা হয়। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ডানার ভাস্কর্যটি সবার নজর কাড়ে। বাগদাদের পাশে আল-মনসুর শহরে আছে খলিফা মনসুরের একটি বিশাল ভাস্কর্য। আরো আছে সম্রাট হাম্মুরাবি এবং আরব্য উপন্যাসের প্রধান চরিত্র শাহেরজাদি এবং রাজা শাহরিয়ারের মূর্তি। সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দা নগরীতে আছে উটের দৃষ্টিনন্দন ভাস্কর্য। আফগানিস্তানের গজনীতে আছে অষ্টম শতকের সমর নায়ক আবু মুসলিম খোরাসানির ভাস্কর্য। ইরানের মাশহাদ শহরে নাদির শাহর সমাধিসৌধ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। তেহরানের ফেরদৌসী স্কয়ারে মহাকবি ফেরদৌসী, হামাদানে ইবনে সিনা, তেহরানের লালেহ পার্কে ওমর খৈয়াম, কবি হাফিজ, মাওলানা রুমি ও জ্যোতির্বিজ্ঞানী নাসিরুদ্দিন তুসির ভাস্কর্য চোখে পড়ে।
আমরা পাকিস্তানকে দেখতে পারি না। দেশটির নাম মুখে আনি না। কিন্তু আমাদের বিতর্কিত কর্মকা-ের যৌক্তিকতা প্রমাণে পাকিস্তানের উদাহরণ দিতে দ্বিধা করি না। বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ও করাচি স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে একটি মোটাতাজা ষাড়ের ভাস্কর্যের ছবি দেখানো হয়। বুদ্ধিজীবী শাহরিয়ার কবির একাত্তর টিভিতে মূর্তি ও ভাস্কর্য নিয়ে এক আলোচনায় পাকিস্তানের নাম উলে¬খ করেন। ২০০৯ সালে সাপ্তাহিক ছুটি করা হয়েছিল শনি-রবি দুদিন। শুক্রবার বাদ পড়ে যাওয়ায় বলা হতো, দোষ কি। পাকিস্তানে সাপ্তাহিক ছুটি রোববার।
প্রতিটি মুসলিম দেশ নয়, পৃথিবীর প্রতি বর্গইঞ্চি জমিতে ভাস্কর্য থাকলেও হালাল ফতোয়া দেয়া যাবে না। ইসলাম যতক্ষণ জীবিত আছে ততক্ষণ মূর্তি নির্মাণ নিষিদ্ধ। আমাদের দেশে শোনা যায়, কামাল আতাতুর্ক আজান নিষিদ্ধ করেছেন, ইসলাম ধ্বংস করেছেন। অন্যদিকে ইসলামপন্থী তুরস্কে আতাতুর্কের অসংখ্য মূর্তি। আবার ঢাকায়ও তার মূর্তি বানানো হবে। এ দ্বিমুখিতার ব্যাখ্যা কি জানি না। তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে। সেই সঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকায় মোস্তফা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোগান যোগদান করবেন। তুরস্কের এ আচরণ আমাদের প্রত্যাশার বিপরীত।
স্মরণীয় ব্যক্তিদের ভাস্কর্য অপসারণ
ভাস্কর্য মানুষকে ইতিহাসে অমরত্ব দিতে পারে না। মহৎ কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। বিশ্বনবী (সা.) ও সাহাবায়ে কেরামের কোনো ছবি নেই। পৃৃথিবীর কোথাও তাদের ভাস্কর্য নেই। এসব পার্থিব স্মৃতিসৌধ না থাকলেও তারা হলেন ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ব্যক্তিত্ব। মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকার জন্য ভাস্কর্য থাকার দরকার নেই। পৃথিবীতে অনেকেই জীবদ্দশায় ক্ষমতার জোরে ভাস্কর্য নির্মাণ করেছিলেন। কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গে তাদের সব কীর্তি ধুয়ে মুছে ফেলা হয়। ২০০৩ সালের ৯ এপ্রিল মার্কিন সৈন্যরা বাগদাদে প্রবেশ করে। সেদিন বাগদাদের আজিমিয়ায় গলায় দড়ি বেঁধে ইরাকের পরাজিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি ভাস্কর্য ভূপাতিত করা হয়। বিবিসি ও সিএনএন বিরতিহীনভাবে এ চিত্র প্রদর্শন করে। ২০১৪ সালে সিরীয় বিদ্রোহীরা তাদের রাজধানী রাক্কায় বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পিতা জেনারেল হাফেজ আল-আসাদের স্বর্ণ নির্মিত মূর্তি ভেঙ্গে ফেলে।
১৯৯১ সালে বিশ্বের সর্ববৃহৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়। রাতারাতি লেনিনগ্রাদের নাম বদলে হয়ে যায় সেন্ট পিটার্সবার্গ। সেন্ট পিটার্সবার্গ হলো পুরনো নাম। সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রস্থলে লেনিনের বিশাল মূর্তিকে দড়ি বেঁধে মাটিতে ফেলে দেয়া হয়েছিল। তারপর বিশ্বজুড়ে লেনিনের মূর্তি ভাঙ্গার হিড়িক পড়ে যায়। ত্রিপুরায় দিনের বেলায় ভেঙ্গে ফেলা হয় লেনিনের বিশাল মূর্তি। এমনকি ত্রিপুরার সিপিএম দলের পক্ষ থেকেও লেনিনের মূর্তি ভাঙ্গার একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। দাবি করা হয়েছিল, বিলোনিয়ায় এ ঘটনা ঘটেছে। ইউক্রেনে লেনিনের বিশ্বখ্যাত মূর্তিতে বোমা মারা হয়। বার্লিনে বড় বড় হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছিল লেনিনের মূর্তি। ১৯৫১ সালের ডিসেম্বরে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের ভাস্কর্য নির্মাণ শেষ হয়। ৭০তম জন্মদিনে স্টালিন হাঙ্গেরীয়দের এ ভাস্কর্য উপহার দিয়েছিলেন। ১৯৫৬ সালের ২৩ অক্টোবর হাঙ্গেরী বিপ্লবকালে সোভিয়েত বিরোধী বিক্ষুদ্ধ জনতা স্টালিনের ভাস্কর্য ভেঙ্গে ফেলে। স্টালিনের জন্মস্থান জর্জিয়ার আতেনি গ্রামে ১৯৪৮ সালের ৯ মে স্টালিনের একটি আবক্ষ মূর্তি নির্মাণ করা হয়। দিনটি ছিল সোভিয়েত রেড আর্মির কাছে বার্লিন পতনের দিন। ২০২০ সালের জুনে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম ও অন্যান্য দেশে উপনিবেশিক প্রভুদের মূর্তি ভাঙ্গচুর করে। বিক্ষোভকারীরা বোস্টন, মায়ামি ও ভার্জিনিয়ায় আমেরিকা বিজয়ী ক্রিস্টোফার কলম্বাস ও আমেরিকার কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ডেভিসের মূর্তি গুঁড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গে শ্যামাপ্রাসাদের মূর্তি ভেঙ্গে ফেলা হয়। মূর্তি বা ভাস্কর্যের স্থায়িত্ব নেই। মানুষের মহৎ কাজের মৃত্যু নেই। প্রাচীন গ্রীক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, Death can not destroy good works. (মৃত্যু সৎ কর্ম ধ্বংস করতে পারে না।)
মন্দিরে মূর্তি নির্মাণে কারো আপত্তি নেই
ধোলাইপাড়ে মূর্তি নির্মাণের প্রতিবাদ করায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আলেমদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা পাকিস্তান নয়। তিনি কী বলতে চাইছিলেন যে, বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের প্রতিবাদ করা যাবে না? মূর্তি নির্মাণ এবং মূর্তি পূজার কেউ বিরোধিতা করেনি। সংখ্যালঘু হিন্দুরা মূর্তি নির্মাণ করবে এবং মূর্তি পূজা করবে। এখানে কারো বলার কিছু নেই। মন্দিরে যত খুশি দেব দেবীর মূর্তি গড়া হোক কেউ কিছু বলবে না। আমর ইবনুল আ’স মিসর জয় করার পর পিরামিড ও স্ফিংক্স গুঁড়িয়ে দেননি। একইভাবে সা‘দ বিন আবি ওয়াক্কাস ইরাক জয় করার পর সেখানকার মূর্তি ধ্বংস করেননি। ইসলাম অমুসলিমদের উপাসনা গৃহ এবং তাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙ্গার হুকুম দেয়নি। আপত্তিটা হলো মুসলমানের মূর্তি নির্মাণের। ইসলাম মুসলমানকে মূর্তি নির্মাণ এবং মূর্তি পূজার অনুমতি দেয় না। কোরআনের এ হুকুম শুধু পাকিস্তানি মুসলমানদের জন্য নয়, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য প্রযোজ্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের যুক্তি মেনে নিলে আমরা ফ্রান্সের বিরোধিতা করতে পারি না। ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবডো বিশ্বনবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। পূজার উদ্দেশ্যে ফরাসিরা ব্যঙ্গচিত্র প্রকাশ করেনি। করেছে মুুক্তচিন্তা চর্চার জন্য।
ভাস্কর্য অথবা শিল্পকলা যাই বলা হোক না কেন, আমরা আমাদের জাতির পিতাকে অসম্মান করতে পারি না। তার পূর্বপুরুষ এ দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেজন্য তারা হলেন শায়েখ। আমরা বলি শেখ। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র শুরুতেই তিনি তার বংশের পরিচয় দিয়েছেন। এত বিষয় থাকতে প্রথমে তিনি কেন তার বংশের পরিচয় দিলেন? এমনি এমনি দেননি। তার পিতার নাম শেখ লুৎফর রহমান। শেখ লুৎফর রহমানের বুক অবধি ছিল দাড়ি। বঙ্গবন্ধু হলেন এমন এক বুজুর্গ ব্যক্তির সন্তান। তিনি জীবিত থাকলে কখনো কাউকে তার ভাস্কর্য নির্মাণের অনুমতি দিতেন কিনা সন্দেহ। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত। তিনি তাহাজ্জোতের নামাজ পড়েন। তার দিকে গোটা দেশ তাকিয়ে আছে। অবশ্যই তিনি কোরআন-হাদিসের অনুকূলে অবস্থান নেবেন।
(লেখাটি আমার ‘জাতীয় ও বহির্বিশ্ব’ থেকে নেয়া। বইটি প্রকাশ করবে আফসার ব্রাদার্স)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম