ভোলা প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৫৫), ওবায়দুল হক (৫০), মোঃ স্বপন (২৫), মোঃ মামুন (২৮), মোঃ হাছনাঈন (২৫)। গ্রেপ্তারকৃতরা সকলে পশ্চিম চরউমেদ ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং জিআর ৩১৯/২০ মামলার আসামী।
জানা যায়, শনিবার রাত্রে লালমোহন থানার একদল চৌকশ পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করেন। পরে রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।