1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সভাপতি গোলাম মোস্তফা এবং সম্পাদক পদে কাজল হাজরা পুনঃনির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

সভাপতি গোলাম মোস্তফা এবং সম্পাদক পদে কাজল হাজরা পুনঃনির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৩ বার

খন্দকার আলমগীর হোসাইন :
বিপুল উৎসাহ উদ্দিপনার মাঝে আজ ২৮শে ডিসেম্বর সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন-২০-২২ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার স্বপন দাস গুপ্ত সহ কাজী হান্নান হোসাইন এবং হাসান হাফিজ এর তত্তবধায়নে
তালিকাভুক্ত ১৮১ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ৩২ জন্য প্রার্থী হতে কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদে ভোট প্রদান করেন। যার মধ্যে ১৭২টি বৈধ এবং ২ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

২০-২২ সালের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতিঃ গোলাম মোস্তফা-(প্রাপ্ত ভোট-১২০)
সহ-সভাপতিঃ২জন -নাসিম সিকদার (প্রাপ্ত ১ভোট-১০১), [আনিছুর রহমান(প্রাপ্ত ভোট-৫৯) এবং ইয়াসিন বাবুল(প্রাপ্ত ভোট- ৫৯)উভয়ের সমান ভোট পেয়ে আপাতত বিজয়ী],
সাধারণ সম্পাদকঃ কাজল হাজরা(প্রাপ্ত ভোট-১৩৩)
যুগ্ন-সম্পাদকঃ২জন- জীবন আমীর(প্রাপ্ত ভোট-১২৯),শেখ হাসান(প্রাপ্ত ভোট-৭৫)
সাংগঠনিক সম্পাদকঃ ইন্দ্রজিৎ কুমার ঘোষ(প্রাপ্ত ভোট-১১২)।
অর্থ সম্পাদকঃ মঈন উদ্দিন আহমেদ(প্রাপ্ত ভোট-১১৪) ,
দপ্তর সম্পাদকঃ আব্দুল আজিজ ফারুকী(প্রাপ্ত ভোট-১০৫)।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোবারক হোসেন(প্রাপ্ত ভোট-১১১)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃরফিক উদ্দিন এনায়েত(প্রাপ্ত ভোট-৬৭)।
নির্বাহী সদস্যঃ৪জন-আব্দুল্লাহ আল মমীন(প্রাপ্ত ভোট-৬৪),জাহিদুল ইসলাম সজল(প্রাপ্ত ভোট-৭৩),জাহিদুল ইসলাম(প্রাপ্ত ভোট-৭৯),মোঃ হারুন-অর-রশিদ প্রাপ্ত ভোট-৭৫), ।

নির্বাচনে বিজয়ী হতে পারেননি যারা-

সভাপতিঃ শফিউদ্দিন আহমেদ বিটু (প্রাপ্ত ভোট-৫২)
সহ-সভাপতিঃ মোহাম্মদ আলী হোসেন মিন্টু (প্রাপ্ত ভোট-৪৭)।
সাধারণ সম্পাদকঃ
কাজী বোরহান উদ্দিন(প্রাপ্ত ভোট-৩৮)
যুগ্ন-সম্পাদকঃ বাবুল তালুকদার(প্রাপ্ত ভোট-৭৩) ।
সাংগঠনিক সম্পাদকঃ মতিউর সেন্টু(প্রাপ্ত ভোট-৫৭)।
অর্থ সম্পাদকঃ মোঃ সোহেল রেজা (প্রাপ্ত ভোট-৫১)।
দপ্তর সম্পাদকঃ এস এ মাসুম(প্রাপ্ত ভোট-৬১)।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ মাসুম পারভেজ মিলন( প্রাপ্ত ভোট-৫৫)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ খোকন সিকদার(প্রাপ্ত ভোট-৫৭),মঈন খন্দকার(প্রাপ্ত ভোট-৪৪) ।
নির্বাহী সদস্যঃ মোঃ আরিফুল ইসলাম(প্রাপ্ত ভোট-৪৪), মোঃ রফিকুল ইসলাম( প্রাপ্ত ভোট- ৬৩),মোঃ সৌরভ লস্কর(প্রাপ্ত ভোট-৬১) , মশিউর রহমান(প্রাপ্ত ভোট-৪৭),শেখ সোহেল সায়াদ আহমেদ ( প্রাপ্ত ভোট- ৪১ ।

[উল্লেখ্য পূর্বে কার্যনির্বাহী কমিটির ২১ টি পদের ১০ টি ছিলো সদস্য পদ। যা বর্তমানে ৪টি করা হয়েছে।]

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম