1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৯৭১ সালে বাংলাদেশে ভারতীয় সৈন্যদের লুণ্ঠন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

১৯৭১ সালে বাংলাদেশে ভারতীয় সৈন্যদের লুণ্ঠন

সাহাদত হোসেন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩২৮ বার

মিত্রবাহিনীর ছদ্মাবরণে ভারতীয় সৈন্যরা সদ্য স্বাধীন বাংলাদেশে অবস্থানকালে অবাধে লুণ্ঠন চালায়। পাকিস্তানি সৈন্যদের সমর্পিত সকল সমরাস্ত্র তারা সীমান্তের বাইরে পাচার করে। সর্বাত্মক যুদ্ধকালে বাংলাদেশের সীমান্ত নিশ্চিহ্ন হয়ে যায়। এ সুযোগে টয়লেট সামগ্রী থেকে শুরু করে সবই লুণ্ঠন করে তারা নিজ দেশে নিয়ে যায়। ভারতে বিদেশী সামগ্রী আমদানির সুযোগ সীমিত থাকায় ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে বিদেশী সামগ্রী নিজ দেশে নিয়ে যেতে প্রলুদ্ধ হয়। কী পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করেছিল তার সঠিক পরিসংখ্যান বের করা কঠিন। অটল জীপ ও শক্তিমান ট্রাকে করে লুণ্ঠিত মালামাল ভারতে পাচার করা হয়। ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল বাধা দেয়ায় তাকে গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে ভারতীয় সৈন্যদের লুণ্ঠনের ব্যাপারে ‘বাংলাদেশ পাস্ট এন্ড প্রেজেন্ট’ পুস্তকে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, After the war was over, India was criticised for overstaying in the Chittagong Hill Tracts. It was also alleged that the Indian army removed by convey of trucks large amounts of arms, ammunitions and machinery from Bangladesh. As a result, tension and suspicion grew up against India’s policy towards Bangladesh, apprehending that Indiawanted to turn Bangladeshinto a client state and not a self-respecting independent state.’
‘অর্থাৎ ‘যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে। অভিযোগ করা হয় যে, ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহরে করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম সরিয়ে নিয়ে যায়। ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশালী রাষ্ট্রের পরিবর্তে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় এমন একটি আশংকা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয় সৃষ্টি হয়।’
মুক্তিযোদ্ধা ও লেখক জনাব জয়নাল আবেদীনের ‘র’ এন্ড বাংলাদেশ’ শিরোনামে লেখা একটি বইয়েও বাংলাদেশে ভারতীয় সৈন্যদের লুন্ঠনের বর্ণনা দেয়া হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, The real Indian face lay bare after the surrender of Pakistani forces, when I saw the large scale loot and plunder by the Indian Army personnel. The soldiers swooped on everything they found and carried them away to India. Curfew was imposed on our towns, industrial bases, ports, cantonments, commercial centres and even residential areas to make the looting easier.They lifted everything from ceiling fans to military equipment, utensils to water taps. Thousands of Army vehicles were used to carry looted goods to India.

অর্থাৎ ‘পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সৈন্যদের ব্যাপক লুটতরাজ দেখতে পেয়ে ভারতের প্রকৃত চেহারা আমার কাছে নগ্নভাবে ফুটে উঠে। ভারতীয় সৈন্যরা যা কিছু দেখতে পেতো তার উপর হুমড়ি খেয়ে পড়তো এবং সেগুলো ভারতে বহন করে নিয়ে যেতো। লুটতরাজ সহজতর করার জন্য তারা আমাদের শহর, শিল্প স্থাপনা, বন্দর, সেনানিবাস, বাণিজ্যিক কেন্দ্র এমনকি আবাসিক এলাকায় কারফিউ জারি করে। তারা সিলিং ফ্যান থেকে শুরু করে সামরিক সাজসরঞ্জাম, তৈজষপত্র ও পানির টেপ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। লুণ্ঠিত মালামাল ভারতে পরিবহনের জন্য হাজার হাজার সামরিক যান ব্যবহার করা হয়।’ বইটির আরেকটি অংশে তিনি লিখেছেন, Through the independence war of Bangladesh India was immensely benefited economically, militarily, strategically and internationally. So Indiainvolved in our war of liberation for its own interest, not for us.
অর্থাৎ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারত অর্থনৈতিক, সামরিক, কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। এ কারণে দেশটি তার নিজের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে স¤পৃক্ত হয়, আমাদের স্বার্থে নয়।’
বাংলাদেশে ভারতীয় সৈন্যদের লুন্ঠনের ব্যাপারে কানাডা প্রবাসী আজিজুল করিম ‘হোয়াই সাচ এন্টি-ইন্ডিয়ান ফিলিংস এমং বাংলাদেশী?’ শিরোনামে এক নিবন্ধে ১৯৭৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক ‘অনিক’-এর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সৈন্যদের লুণ্ঠিত মালামালের মূল্য ছিল প্রায় ১ শ’ কোটি মার্কিন ডলার।’ বিএনপি সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনকারী ড. কামাল সিদ্দিকী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালে তিনি খুলনার ডিসি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তিনি বাংলাদেশ ও ভারত উভয় সরকারের কাছে লিখিত পত্রে বলেন, ভারতীয় সৈন্যরা তার জেলা থেকে কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি, যানবাহন ও সাজসরঞ্জাম স্থানান্তর করে ফেলেছে। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী অভিযোগ করেছিলেন যে, ভারতীয় সৈন্য ও চোরাচালানীরা বাংলাদেশ থেকে ৬ হাজার কোটি রুপি মূল্যের সামগ্রী ভারতে পাচার করেছে।
অরোরার পদোন্নতি না ঘটা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সৈনদের লুণ্ঠনের আরেকটি বড় প্রমাণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৭৩ সালের ১ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল স্যাম মানেকশকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়। যে যুক্তিতে মানেকশর পদোন্নতি ঘটেছিল একই যুক্তিতে অরোরারও পদোন্নতি ঘটার কথা ছিল। পদোন্নতি ঘটলে মানেকশর পরে তিনি হতেন ভারতের পরবর্তী সেনাপ্রধান। কিন্তু তার কপালে পদোন্নতি ঘটেনি। মানেকশ অবসরে যাবার পর লে. জেনারেল জি. জি. বেবুর ভারতের সেনাপ্রধান হিসাবে নিযুক্তি পান। বাংলাদেশ যুদ্ধে বিজয়ী মিত্রবাহিনীর অধিনায়ক অরোরাকে লে. জেনারেল র‌্যাঙ্ক থেকেই বিদায় নিতে হয়। বাংলাদেশে অবস্থানকালে তিনি সৈন্যদের মধ্যে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় তার পদোন্নতি ঘটেনি। অরোরার প্রতি অবিচার করার সত্যতা মানেকশ নিজেও স্বীকার করেছেন। একবার তিনি মন্তব্য করেছিলেন, Jaggi did the work, but I got the baton অর্থাৎ ‘বাংলাদেশ যুদ্ধে বিজয়ী হওয়ার কাজটি করেছেন জগি বা জগজিৎ। কিন্তু ফিল্ড মার্শালের ব্যাটন পেলাম আমি।’ জেনারেল অরোরা ভারতের জন্য দুর্লভ সম্মান অর্জন করলেও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার জাতিকে লাঞ্ছিত করেছিলেন। ইন্দিরার নির্দেশ ভারতীয় সৈন্যরা ১৯৮৪ সালে পূর্ব পাঞ্জাবের অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে ‘অপারেশন ব্লু স্টার’ পরিচালনা করে। ভারতীয় সৈন্যদের অভিযানে স্বাধীন খালিস্তান আন্দোলনের নেতা সন্ত ভিন্দ্রানওয়ালের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণকারী শিখ ব্রিগেডিয়ার শাহবেগ সিংও নিহত হয়েছিলেন।

১৯৭২ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ সরকার ভারতে পাট রপ্তানির উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একইদিন ব্যবসা বাণিজ্যের জন্য সীমান্ত খুুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ভারতীয় রুপির সঙ্গে সমতা রক্ষায় টাকার মূল্যমান হ্রাস করা হয়। বাংলাদেশ সরকার ভারতে কাগজের নোট ছাপানোর সিদ্ধান্তও নেয়। এসব সিদ্ধান্তের কোনোটাই বাংলাদেশের স্বার্থের অনুকূলে ছিল না। জাল টাকায় বাজার সয়লাব হয়ে যায়। বাংলাদেশের পাট ভারতে অবাধে পাচার হতে থাকে। ভারতীয় সৈন্যরা অবস্থান করতে থাকায় বিশ্বের বহু দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা থেকে বিরত থাকে। বাংলাদেশের তিনদিকে ছিল ভারত। বঙ্গোপসাগর ছিল সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীর নিয়ন্ত্রণে। তাই বহিঃশক্তির হুমকি না থাকায় ভারত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে সৈন্য মোতায়েন রাখার যৌক্তিকতা প্রমাণে ব্যর্থ হয়। জোট নিরপেক্ষ ও মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনার মুখে ভারত ১৯৭২ সালের ১২ মার্চ বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়। ১২ মার্চ সৈন্য প্রত্যাহার করা হলেও চট্টগ্রামে একটি ভারতীয় ব্রিগেড অতিরিক্ত সময় অবস্থান করতে থাকে। পরে এ ব্রিগেডও প্রত্যাহার করা হয়। সৈন্য প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে ভারত শিশু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ১৯৭২ সালের ১৯ মার্চ ২৫ বছর মেয়াদী একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইন্দিরা গান্ধী ও প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির পুরোটাই ছিল ভারতের অনুকূলে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও ১৯৯৭ সালে চুক্তির মেয়াদ শেষে তা আর নবায়ন করা হয়নি।
চট্টগ্রাম সামুদ্রিক বন্দর মাইনমুক্ত করার জন্য সোভিয়েত ইউনিয়নের সহায়তা চাওয়া হয়। বাংলাদেশের আমন্ত্রণে সোভিয়েত নৌবহর চট্টগ্রামে এসে হাজির হয়। সদ্য স্বাধীন বাংলাদেশ বিলুপ্ত পরাশক্তি সোভিয়েত ব্লকে যোগদান করে। সমাজতান্ত্রিক দেশ না হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমাজতান্ত্রিক দেশগুলোকে কেন্দ্র করে পরিচালিত হতে থাকে। মুক্তিযুদ্ধে নির্ধারক ভূমিকা পালনকারী ভারতকে অনুসরণ করতে গিয়ে বাংলাদেশ তার সংবিধানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে গ্রহণ করে। মার্কিন কূটনীতিক ও লেখক সারিয়া লোপেজের (ঝরৎরধ খড়ঢ়বু) সৌজন্যে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম প্রকাশিত ‘বাংলাদেশ: বার্থ অব বাংলাদেশ’ শিরোনামে এক নিবন্ধে বলা হয়,‘ Mujib pushed through a new constitution that was modeled on the Indian Constitution. The Constitution enumerates a number of principles on which Bangladesh is to be governed. These have come to be known as the tenents of `Mujibism’ which include the four pillars of nationalism, socialism, secularism and democracy.
অর্থাৎ ‘মুজিব ভারতীয় সংবিধানের অনুকরণে একটি নয়া সংবিধান প্রণয়নে অগ্রসর হন। এ সংবিধানে দেশ পরিচালনার জন্য বেশ কয়েকটি নীতিমালা গ্রহণ করা হয়। এসব নীতি ‘মুজিববাদের’ মূলনীতি হিসাবে পরিচিত হয়ে উঠে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র ছিল মুজিববাদের চারটি মূলস্তম্ভ।’

বঙ্গভবনে লুটপাট
মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর পর ইত্তেফাকের নিখোঁজ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে মিরপুরে বিহারী বসতিতে খুঁজে না পেয়ে ব্যারিস্টার মইনুল হোসেন বঙ্গভবনে দেখা করেন ভারপ্রাপ্য রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে। এ সময় তিনি সাবেক গভর্নর হাউসে ভারতীয় সৈন্যদের লুটপাটের চিত্র প্রত্যক্ষ করেন। এ ব্যাপারে তিনি ‘আমার জীবন আমাদের স্বাধীনতা’ শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থের ১০৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন,
‘দেখলাম বঙ্গভবনে কার্পেট, ঝাড়বাতি কিছুই নেই। সম্পূর্ণ খালি করে ভারতীয় সৈন্যরা নিয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে এসব কাজ কী করে শেষ করলো তাই ভাবছিলাম। অন্যান্য জায়গা থেকেও কার্পেট ইত্যাদি যা কিছু মূল্যবান পেয়েছে তাই তারা নিয়ে গেছে। বিডিআর ক্যাম্পে গিয়ে দেখি সেখানে সব ফাঁকা। যুদ্ধ শেষ। অতএব বিজয়ী শক্তি হিসেবে সব তাদের প্রাপ্য। বাংলাদেশ ব্যাংক থেকে সোনার বারসমূহ নেয়া হয়েছে। পাকিস্তানি সৈন্যরা এক মাসে আমাদের কাছ থেকে যেসব সম্পদ লুটপাট করে ক্যান্টনমেন্টে রেখেছিল তাও পাকিস্তানিদের ভোগে আসেনি। পাকিস্তানের বিরুদ্ধে কারা বিজয়ী শক্তি? আমাদের জনগণের মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি তো আমরা। তাহলে মূল্যবান জিনিসপত্র ভারতীয় সৈন্যরা নিল কি করে?’
(লেখাটি আমার ‘জাতীয় ও বহির্বিশ্ব’ থেকে নেয়া। বইটি প্রকাশ করবে আফসার ব্রাদার্স)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম