আনোয়ারা সংবাদদাতাঃ-
আনোয়ারায় মাদক বহনকারী সন্দেহযুক্ত ব্যক্তিকে তল্লাশি করে মোঃ ফরিদুল আলম (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
থানা সূত্র জানা যায়,সোমবার দুপুর ৩টার সময় উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের মাদ্রাসা গেইট থেকে এসআই- আরাফাত বিন ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি অনুসন্ধানী দল তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ২৫০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মোঃ ফরিদুল আলম (৫৩) চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরী গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে বলে জানা যায়।
আনোয়ারা থানার এসআই আরাফাত বিন ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদুল আলমকে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়।এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়,আটককুত আসামীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এই সংক্রান্তে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হয়।