নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্মের কথা ভিন্নভাবে উপস্থাপন করে দেশে যেন আমরা অশান্তির সৃষ্টি না করি বলে মন্তব্য করেন অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন।
সম্প্রতি আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়নের প্রতি জোর দিয়ে তিনি বলেন, আমাদেরকে পরিবার, সমাজ ও দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই মানবাধিকার বাস্তবায়িত হবে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন এবং মুজিব শতবর্ষ হোক মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবানের অঙ্গীকার। এই স্লোগানের মাধ্যমেই অনুষ্ঠানটি মূলত শুরু হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এড. মোহাম্মদ সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কার্য-নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, আ.লীগ নেতা মেজর (অবঃ) ইয়াদ আলী ফকির, ইনডেক্স ল্যাব্রটরিজ (আয়ু) লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি, উত্তম কুমার চক্রবর্তী কাজল, সাংবাদিক শহিদুল ইসলাম রকি, কাজী মিজানুর রহমান মিস্টার, মো. খবির উদ্দিন প্রমুখ।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিকেলে কয়েকজন গুণী ব্যক্তিদের স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ২০ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এতে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ২০ পেলেন ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিঃ চেয়ারম্যান মো. মিজানুর রহমান ফরাজি, সাংবাদিকতা ও ছড়াকার হিসেবে জ.ই বুলবুল, সফল সংগঠক হিসেবে ইনডেক্সের সিনিয়র পরিচালক মো. শফিকুল ইসলামসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক দেয়া হয়।