কে এম ইউছুফ :
দেশে চলমান ভাস্কর্য ইস্যুতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে দেশের শীর্ষ উলামা ও মুফতিগণের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এমন ফতোয়া/সিদ্ধান্ত প্রদান করা হয়।
মুফতীগন বলেন- মানুষ বা অন্য কোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে শরীয়তকতৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। পূজার উদ্দেশ্য না হলেও তা সন্দেহাতীতভাবে নাজায়েয ও হারাম। ইসলামের সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলা সত্য গোপন করা এবং কোরআন ও সুন্নাহের বিধান অমান্য করার নামান্তর।
তারা আরও বলেন- যারা বলছেন মূর্তি ও ভাস্কর্য এক নয়’ তারা ভুল বলছেন। সত্যকে গোপন করছেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত ফতোয়া পাঠ করেন- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মুফতি এনামুল হক।
তিনি বলেন- এটি কোরআন ও সুন্নাহকে অমান্য করা। এসময় কোরান ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মুফতি ইনামুল হক।
ইসলামে ভাস্কর্য ও মূর্তি উভয়ই নিষিদ্ধ। এটি নির্মাণ কঠোরভাবে হারাম ও পাপের।