1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজত মহাসচিবের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীর দুআর আবেদন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

হেফাজত মহাসচিবের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীর দুআর আবেদন

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ১২১ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআ চেয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। ১০ ই ডিসেম্বর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট এ দোয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ একজন আলেম ও মুরুব্বি। ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি বলিষ্ঠ নেতৃত্ব সাহসী ভূমিকা পালন করে থাকেন। লোভ-লালসা, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন । বর্তমানে তিনি গুলশান ইউনাইটেড হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাধারণ কেবিন থেকে প্রথমে H.D.U তে পরবর্তীতে I.C.U তে স্থানান্তর করা হয়েছে। তাঁর অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়া’লার দরবারে আমি তাঁর আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

আমীরে হেফাজত বলেন, বর্তমান এই নাজুক পরিস্থিতিতে, দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।
আমি দেশবাসীর নিকট আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তায়ালা কাসেমী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন,আমিন।
সুত্র- এইচ.এম. জুনাইদ
হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম