1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগণ আলেমদের ভালোবাসে তা রাম-বামদের সহ্য হয় না' -জুনায়েদ বাবুনগরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

জনগণ আলেমদের ভালোবাসে তা রাম-বামদের সহ্য হয় না’ -জুনায়েদ বাবুনগরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২৯৯ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম এর ১১৭ তম বার্ষিক দ্বিনী মাহফিল ও দস্তারবন্দী (সমাবর্তন) সম্মেলন মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার (১ জানুয়ারি) জামিআর মজলিসে ইদারী‘র প্রধান ও মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম আরম্ভ হয়। এতে চলমান বিভিন্ন ইস্যূতে মুসলিম উম্মাহকে দ্বীনি দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এতে যারা আলোচনা করেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী, জামিআর শায়খুল হাদীস ও হেফাযতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বয়ানে বলেন- মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন বা শান্তির বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছিলেন।

কওমী মাদরাসা ইতিহাস ঐতিহ্য ও অবদান তুলে ধরতে গিয়ে আল্লামা বাবুনগরী বলেন, সর্বপ্রথম মাদরাসা হলো মক্কার দারে আরকম আর মদীনার সুফফা মাদরাসা। সেই মাদরাসাদ্বয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুফফা মাদরাসা এবং দারুল উলুম দেওবন্দের শাখা দারুল হাটহাজারী ১৯০১ সনে প্রতিষ্ঠালাভ করে। শায়খুল ইসলাম আল্লামা হাবীবুল্লাহ রহ. আল্লামা আব্দুল ওয়াহেদ রহ. আল্লামা সূফী আজিজুর রহমান রহ. আল্লামা আব্দুল হামীদ রহ. এই চারজন মনিষী এখলাছ ও নিষ্ঠার সাথে হাটহাজারী মাদরাসার ভিত্তি রাখেন। গংগুহি রহ. এর খলিফা আল্লামা শাহ জমির উদ্দিন রহ. ছিলেন অত্র মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক। প্রতিষ্ঠালগ্ন থেকে দারুল উলুম হাটহাজারী মাদরাসা দেশ ও বহির্বিশ্বে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছে।

১৯০৭/৮ সনে হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদীস মাস্টার্স খোলার মাধ্যমে হাদীস শাস্ত্রে অসামান্য অবদান রাখা হয়। হাটহাজারী মাদরাসার প্রথম শায়খুল হাদীস ছিলেন, আল্লামা সাঈদ আহমদ রহ.,দ্বিতীয় শায়খুল হাদীস ছিলেন আল্লামা ইব্রাহিম বলিয়াবী রহ. (তিনি দারুল উলুম দেওবন্দেরও শায়খুল হাদীস ছিলেন)। আল্লামা ইয়াকুব রহ. আল্লামা আব্দুল কাইয়ুম রহ., মুফতীয়ে আজম আল্লামা ফয়জুল্লাহ রহ.আল্লামা আব্দুল ওয়াহহাব রহ. আল্লামা আব্দুল আজিজ রহ.,মেশকাত শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ তানজিমুল আশতাতের রচয়িতা আমার আব্বা আল্লামা আবুল হাসান রহ. হাদীসের বিশাল খেদমত করেছেন। তানজিমুল আশতাত বাংলাদেশ, ভারত, লন্ডন, ইংল্যান্ড, আফ্রিকা সহ বহির্বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এ ব্যাখ্যাগ্রন্থ বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে। এছাড়াও আল্লামা মুফতী আহমাদুল হক রহ.,আল্লামা হামেদ সাহেব রহ,আল্লামা মুহাম্মদ আলী রহ. এবং সর্বশেষ অত্র মাদরাসার মোহতামীম ও শায়খুল হাদীস শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. সহ বহু মুহাদ্দিস হাটহাজারী মাদরাসায় তাফসীর হাদীস,ফেকাহ সহ বহুমুখী খেদমত করেছেন।

বাবুনগরী বলেন- সম্প্রতি করোনাকালীন সময়ে যখন করোনায় আক্রান্ত হয়ে মারা লাশ দাফনের জন্য কেহ এগিয়ে আসতো না,লাশ ফেলে রেখে স্বজনরা পালিয়ে যেতো তখন ওলামায়ে কেরাম করোনায় মৃতদের লাশ দাফন কাফনের মতো বিশাল সেবামূলক কাজ করেছেন। ওলামায়ে কেরাম না থাকলে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের লাশ কুকুর শেয়ালে ছিড়ে ফেরে খেতো। আল্লামা শাহ জমির উদ্দিন রহ. কর্তৃক প্রতিষ্ঠিত আল মানাহিল ওয়েলফেয়ার ফাউণ্ডেশন,আল মারকাজুল ইসলামি এবং তাকওয়া ফাউণ্ডেশন করোনাকালীন সময়ে সেবামূলক বহু কাজ করেছেন। সুতরাং ওলামায়ে কেরামকে নিয়ে বিষোদগার করলে এদেশের তৌহিদি জনতা বরদাশত করবে না।

বার্ষিক এ মহতি সম্মেলনের সঞ্চালনায় ছিলেন শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস মুফতী জসিমুদ্দীন, জামেয়ার শিক্ষক নূরুল আবছার এবং আনোয়ার শাহ আযহারীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের শেষ অধিবেশন ছিলো সমাবর্তন তথা দাওরা হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ দুই সহস্রাধিক শিক্ষার্থীদের পাগড়ী সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় মঞ্চে সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পাগড়ী প্রদান শেষে মজলিসে ইদারী’র প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী দা.বা., মূল্যবান নসীহত করে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

মাহফিলে আরো আলোচনা করেন- আল্লামা শেখ আহমদ সাহেব, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা নূরুল ইসলাম ঢাকা, মাওলানা নোমান ফয়জী মেখলী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান বি-বাড়িয়া, মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা জুনায়েদ আল-হাবীব ঢাকা, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব জিরি, মুফতী হাবীবুর রহমান নাজিরহাট, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী প্রমূখ ওলামায়ে কেরাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম