মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় যৌতুক চেয়ে নিজের স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. রিয়াদ আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গত ২৩ জানুয়ারী দিনগত রাতে রিয়াদের স্ত্রী মেহেনাজ তানজিম মিশু (৩৩) তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সন্ধায় ধানমন্ডি-২ কাজী টাওয়ার থেকে রিয়াদকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকার হাজারীবাগ থানার ৬৮ শংকর,পশ্চিম ধানমন্ডি, পারিজাত ক্যাষ্টল ফ্ল্যাট-সি এর মো. কলিমউল্লাহ’র ছেলে।
ভুক্তভোগীর বরাত দিয়ে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আশরাফ আলী বলেন, গত ৮ বছর আগে ডেমরার আদর্শবাগ পাড়া ডগাইর এলাকার মোহাম্মাদ আলীর মেয়ে মিশুর সঙ্গে বিয়ে হয় রিয়াদের। ওই সময় মিশুর পিত্রালয় থেকে ওই সংসারে ৫ লক্ষ টাকার আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার দেওয়া হয়। বর্তমানে মানহা (৪) নামে তাদের একটি মেয়ে রয়েছে। এদিকে গত ২ বছর আগে রিয়াদ ৭ লক্ষ টাকা যৌতুক হিসেবে মিশুর কাছে দাবি জানিয়ে চাপ সৃষ্টি করতে থাকে।
এসআই আশরাফ আরও বলেন, গত ১২ জানুয়ারী ধানমন্ডিতে রিয়াদদের বাসায় একই দাবি অস্বীকার করায় রিয়াদ তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে ডান হাতের তর্জনী আঙ্গুল ভেঙ্গে ফেলে বাসা থেকে বের করে দেয়। এদিকে গত ২৩ জানুয়ারী ডেমরায় মিশুদের বাসায় এসেও রিয়াদ যৌতুকের দাবিতে মারধর করে মিশুর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে পালিয়ে যায়।