মুজিব উল্ল্যাহ্ তুষার :
চসিক নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর বিএনপি অফিস নামিন ভবনে হামলা চালিয়ে গাড়ী ভাঙচুর, ককটেল বিস্ফোরণণের ঘটনায় আওয়ামীলীগ মেয়রপ্রার্থী সমর্থক, উল্টো বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। গত বুধবার রাতে হামলার পর বুহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে বিএনপির ৪৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ জনের নাম উল্লেখ্য রয়েছে বলে জানা গেছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিএমপির কোতোয়ালী থানার অফিসার (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গত বুধবার রাতে বিএনপির মহানগর অফিস নাসিমন ভবনের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। আমরা এ অভিযোগ তদন্ত করছি।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন-স্বেচ্ছাসেবক দলের নগর সভাপতি- এইচ এম রাশেদ খান (৪০), বিএনপি নেতা হারুন অর রশিদ (৪৫), সৈয়দ আবুল বশর (৪০), মো. শাহনেওয়াজ (৪৫), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. আকতার খান (৫৩), মো. ইমন (৩৫), জিয়াউর রহমান জিয়া (৪০), মো. সাকিব (২৭), খলিল (৩০), আলী হাসান রাজু (৪৫), এমরান (৩৫), আলী হোসেন (৩৫), আবদুল মোতালেব প্রকাশ কিং মোতালেব (৩৫), মো. আবদুল জলিল (৪৬), রাব্বি (২০), মঞ্জুর রহমান চৌধুরী (৫৬), মো. ইউসুফ (৪৩), মো. আসিফ (২০), মো. সেলিম (৫২), জাহেদ উল্লাহ রাশেদ (৩৭), মোহাম্মদ আলী মিঠু (৪৫), মো. হুমায়ুন (২৮), শেখ রাসেল (৩৮), শাহ ইমরান সিদ্দীকি জ্যাকসন (৩৬), মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), সোহেল (৩০), বাবু (৪০), মো. সেলিম (৩৫), মো. জাহেদ (৩৭), মো. সাজ্জাদ (৩০), মো. তালেব (৪১), মো. সাইফুল (৩৫), মো. শাহাদাত হোসেন নাবিল (২৫), মো. হোসেন (৩৬), আবদুস সোবহান (২৮), রিপন (৪৭), মো. নাসির (৪৫), মো. হোসেন প্রকাশ মাসুম (৪৭), মো. হাছান (৪৩), মো. মোতালেব (২৪), সামছুল ইসলাম (৪০), যুবরাজ (৩৫), কায়সার (৪০) ও নুর হোসেন (৩৫)। আসামিরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।
.
উল্লেখ্য-গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে নাসিমন ভবনের সামনে রাস্তার উপর ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এসময় বিএনপি অফিসে সিনিয়র নেতারাসহ কয়েকশ নেতাকর্মী অবস্থান করছিল। ককটেল বিস্ফোরণের পরপরই নেতার্মীরা রাস্তায় রেরিয়ে দৃর্বৃত্তদের ধাওয়া করে।
এ ঘটনার প্রায় ১ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে জয়বাংলা শ্লোগান দিয়ে এসে নাসিমন ভবনে ঢুকে ব্যাপক তান্ডব লীলা চালায়। দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পাজেরো গাড়ী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের প্রাইভেট কারসহ অন্ত ৫টি গাড়ী ভাঙচুর চালায়। অতর্কিত এ হামলার ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বিএনপির সেক্রেটারি আবুল হাশেম বক্করসহ নেতককর্মীরা দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রীস আলী বলেন, ‘আমাদের মেয়র প্রার্থীসহ আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম। এরইমধ্যে আওয়ামী লীগের একটি মিছিল হঠাৎ পার্টি অফিসের সামনে এসে ককটেল ইট নিক্ষেপ করতে থাকে। শাহাদাত ভাইয়ের গাড়িসহ ভাঙচুর চালিয়েছে। আমরা অবরুদ্ধ হয়ে আছি।’ রাত সোয়া ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।