কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিডস) এর অধীনে ২৬০ টি অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে হাটহাজারী কলেজ গেটস্থ স্বদেশ কম্পিউটার্স প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত পরিক্ষায় এবার ৬৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্বদেশ কম্পিউটার্স কোর্স নিতে আসা স্টুডেন্টদের যাচাই-বাছাই করে ভর্তি করায় মানোন্নয়নে শীর্ষে রয়েছে।
স্বদেশ কম্পিউটার্স এর ব্যবস্থাপনা পরিচালক আবু মনছুর বলেন- প্রতি বছর কয়েক শত শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের উপর বিভিন্ন কোর্স সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও ব্যবহারিক এই তিনটি ধাপে পরীক্ষা নিয়ে থাকি।
আমাদের প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজি নং: 3017(530)/2002 কর্তৃক পরিচালিত সদস্য প্রতিষ্ঠান সমূহের ৭০ তম কম্পিউটার কোর্সের পরীক্ষা দেশ ব্যাপী একযুগে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিডস) বোর্ডের ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার এবং বেসিক অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চুড়ান্ত পরীক্ষা হয়ে থাকে। এমনকি আমরা দুর্বল ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ক্লাস নিয়ে থাকি। যাতে করে কোন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণে পিঁছিয়ে পড়তে না হয়।
তিনি বলেন- উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী সেবা প্রদানের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা সরকারী সার্টিফিকেটও পাচ্ছে।