আনোয়ারা সংবাদদাতাঃ-
চট্টগ্রামের আনোয়ারায় জাটকা নিধন প্রতিরোধ (১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ) অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি স্টেশন সাঙ্গু গহিরা এর যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা হইতে দুপুর ১ টা পর্য়ন্ত অভিযান পরিচালনা করে বঙ্গোপসাগর এলাকা ও সাঙ্গু নদীর মোহনায় ৩টি মাছ ধরার নৌকা হতে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় ।
অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি),তানভীর হাসান চৌধুরী উপজেলা মৎস্য বিভাগের এফ. এ জনাব জাহেদ আহমেদ, বাংলাদেশ কোস্ট গার্ড সাঙ্গু-গহিরা এম শফিকুল ইসলাম, পিও সহ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ।
পরে জব্দকৃত এইসব জাটকা উপজেলার স্থানীয় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তানভীর হাসান চৌধুরী জানান, গত ১লা নভেম্বর থেকে জাটকা ইলিশ নিধন প্রতিরোধ অভিযান শুরু হয়েছে এবং আগামী ৩০জুন পর্যন্ত অব্যাহত থাকবে।