1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার আব্বা ভাষাসৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আমার আব্বা ভাষাসৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী

কানিজ কাউসার চৌধুরী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

যাকে ক্ষমতা,মোহ,লোভ গ্রাস করতে পারেনি। নিজের অর্থ,সামর্থ্য দিয়ে দেশ, ও মানবতার সেবা করেছেন। তিনি হচ্ছেন মরহুম বদিউল আলম চৌধুরী। তিনি এমনই এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন যার পূর্বপুরুষ ছিলেন মোহাম্মদ ইলিয়াস খাঁ। যিনি সুবে বাংলার সুবেদার শাহ সুজার অন্যতম সেনাপতি ছিলেন। পরবর্তীতে তার নাতি হাশিম নাজির খাঁ চৌধুরী কাট্টলীতে স্থায়ী বসবাস করেন। তার নামেই কাট্টলীর ‘নাজির বাড়ী’। সেই নাজির পরিবাররের সন্তান বদিউল আলম চৌধুরী। মাত্র এক বছর বয়সে পিতা ওহিদুল আলম চৌধুরীকে হারান। তিনি তার দাদা প্রখ্যাত জমিদার ফয়েজ আলী চৌধুরী ও মা সুলতানা বেগন এর তত্তাবধানে বড় হন। তাঁর দাদা জমিদার ফয়েজ অালী চৌধুরী অভিভক্ত ভারতের প্রথম জাতীয় শিপিং লাইল ” ইন্দো-বার্মা স্টীম নেভিগেশন কোম্পানি” পরবর্তীতে ( বেঙ্গল বার্মা) এর অন্যতম ডাইরেক্টর ছিলেন। অামার আব্বা মরহুম বদিউল আলম চৌধুরী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল,চট্টগ্রাম কলেজে এবং চট্টগ্রাম নাইট কলেজ (বর্তমান সিটি করলে) – এ পড়ালেখা করেন। তিনি পড়াশোনার জন্য তাদের আন্দরকিল্লাস্থ বাড়িতে বসবাস করতেন। একা একটা কিশোর বাড়িতে থেকে, বখে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকার পর, তিনি হয়েছেন সে সময় দেশের জন্য কাজে নিবেদিত। ৪৭ সালের দেশ বিভাগের মাত্রা ১৫ দিন পর সামাজিক সাংস্কৃতিক সংগঠন “তমুদ্দিন মজলিশ” গঠিত হয়। সেই তমুদ্দিন মজলিশ এর একনিষ্ঠ কর্মী ছিলেন অামার আব্বা মরহুম বদিউল আলম চৌধুরী।

১৯৪৮ সালে চট্টগ্রাম ক্যাম্পে যোগদানের মাধ্যামে তিনি সরাসরি সম্পৃক্ত হন। তমুদ্দিন মজলিশের মুখপাত্র হিসাবে “সাপ্তাহিক সৈনিক” পত্রিকা বের হয় এবং তারই প্রথম দাবী করে” পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু”! সেই পত্রিকা রাতের অন্ধকারে জমিদারের নাতি হয়েও সাইকেলে করে ঘরে ঘরে পৌঁছে দেন অামার আব্বাসহ তার বন্ধুরা। দেয়ালে,দেয়ালে,সাটানো, পোস্টার।১৯ ৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ঢাকার বুকে যখন গুলি চালানো হয়, তার খবর যখন চট্টগ্রাম এসে পৌঁছে তৎক্ষনাৎ লালদিঘীর মিটিং -এর অগ্রসেনানী ছিলেন অামার আব্বা। সেদিন চট্টগ্রাম এর সাহসী নারীরাও অান্দোলনে শরীক হন। ডাঃ খাস্তগীর স্কুলের ছাত্রীরা উৎসাহী হয়ে মিটিং- এ অানেন অামার আব্বা। ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরী চট্টগ্রাম কলেজে পড়াশুনাকালীন পাকিস্তান সরকারের রোসানলে পড়েন৷ এ ত্যাগী গুনীজনদের মাধ্যমে এ ভাষা,এ দেশ অামরা পেয়েছি। তিনি এবং তার পরিবারন অর্থ- সম্পদ দেশ ও সামাজিক কল্যানে নিবেদিত। তিনি ও তার পরিবার কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল,মোহাম্মদ হাশিম নাজির দাতব্য চিকিৎসালয়সহ অন্য প্রতিষ্ঠানের জন্য ভৃমি দান করেন। আব্বার জীবনী মহান স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে ভবিষ্যৎতে লেখার অাশা করি। লেখক: সাবেক এ.জি.পি ও এডভোকেট জজকোর্ট,চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম