সাতকানিয়া প্রতিনিধি :
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল।” এই প্রতিপাদ্য নিয়ে মীরনগর ক্রীড়া একাডেমী কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে ১ম বারের মত আয়োজিত এম.পি.এল শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ২৯ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় মীরনগর মাঠে অনুষ্ঠিত হয়।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সবিউল আজাদ চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওচমান আলী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ তম ব্যাচের সাধারণ সম্পাদক ও কালিয়াইশ এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সেলিম উদ্দীন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দীন, কালিয়াইশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নবী হোসেন, বিশিষ্ট ব্যাংকার সাহাব উদ্দীন সাইফু, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সদস্য নুরুল কবির, স্টার বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাদেক হোসেন, কালিয়াইশ ইউনিয়নের ইউপি সদস্য শফিকুর রহমান, কালিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো ইমতিয়াজ, কালিয়াইশ ইউনিয়নের যুবলীগ নেতা ওসমান গণি, কালিয়াইশ ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমির হোসেন। এছাড়াও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিনহাজুল আবেদীন, মোজাহিদুল ইসলাম ও আকতার হোসেন।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় পশ্চিম কাটগর মরহুম মোস্তাফিজুর রহমান একতা সংঘ ও রার্নাস আপ সেঞ্চুরী ফ্রেন্ডস ক্লাব।