তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল মধ্যপাড়ায় ‘৫ টাকার হাসপাতাল’ নামে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ওষুধ ও সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে।
রবিবার উপজেলার সাহেদল মধ্যপাড়া গ্রামের জসিম উদ্দীন মাস্টার বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শওকত হেনা ফাউন্ডেশন এই বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।
মানবিকতায় কিশোরগঞ্জ ও এলাকাবাসীর সহযোগিতায় ক্যাম্পে চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ডা. আতিক সিকান্দার, আরিফ আহামেদ জনি, শাহরিয়ার নাজিম, সাবরিনা সুলতানা, ইফফাত পরাগ, এ জি এম রায়হান ও শফিউল আলম নামের মোট ৭ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
শওকত হেনা ফাউন্ডেশনের কর্ণধার শওকত আলীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর ডি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরুল আলম ভূইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিরুজ্জান সেলিম, হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ মাহাবুব হক, মানবিকতায় কিশোরগঞ্জের সভাপতি ইমরান খান, মানবিকতায় কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, তন্ময় শেখ রাজন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক মিজান কর্মকর্তা সিকান্দর রুশো।
মানুষকে সেবা করার এমন কার্যক্রম চলমান থাকবে। শওকত হেনা ফাউন্ডেশন ও মানবিতায় কিশোরগঞ্জ গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে সকল উপজেলায় এই সেবা দেওয়া হবে বলেও জানান মেডিসিন অফিসার ডা. আতিক সিকান্দার।