মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮২০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ও ১৫৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য অনুমান ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। বুধবার দিনগত রাতে ডেমরার উত্তর সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুর্লিশ। গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জের সদর থানার কয়েরখালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মঞ্জুরুল হক (৪০), কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালি গ্রামের মৃত আফতাব উদ্দিনেরে ছেলে মো. আসাদুল ইসলাম (৪২) ও একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো. সোহেল মিয়া (২৪)। এ বিষয়ে বুধবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসারি মো. নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতার মঞ্জুরুল হক ডেমরার উত্তর সানারপাড় এলাকার আব্দুল আজীজের বাড়ীর ভাড়াটিয়া। সে গ্রেফতার কক্সবাজারের আসাদুল ইসলাম ও সোহেল মিয়ার মাধ্যমে ডেমরাসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।